মধ্যপ্রদেশ: অতিমারি পরিস্থিতিতে অতিরিক্ত খরচের মানে নেই। তাই অনাড়ম্বর ভাবেই বিয়ে (Married) সারলেন দুজন। মাত্র ৫০০ টাকায় বিয়ে সম্পন্ন হল তাদের। ঘটনায় রীতিমতো তাজ্জব বহু মানুষ। সামাজিক মাধ্যম জুড়েও প্রশংসা এসেছে। মধ্যপ্রদেশের যুগলের বিয়ের খরচ মাত্র ৫০০ টাকা (Rs 500) এ কথা কেউ বিশ্বাসই করতে চাইছে না।
অবিশ্বাস্য হলেও সত্যি শিবাঙ্গী জোশী এবং অনিকেত চতুর্বেদী বিয়েতে খরচ হল মাত্র ৫০০ টাকা। দুজনের একজন প্রশাসনিক আধিকারিক অন্যজন আর্মি মেজর। শিবাঙ্গী জোশী মনে করেন বিয়েতে অতিরিক্ত খরচ মানেই মেয়ের বাড়ির ওপর চাপ। সেই প্রথা ভাঙতে চেয়েছেন দুজনেই।
ঢাক ঢোল বাজিয়ে বিয়ে করায় সায় নেই কারও। শিবাঙ্গী জোশী এবং অনিকেত চতুর্বেদীর বাড়ি ভোপালে। দু’বছর আগেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে থাকে বিয়ে। শেষমেশ দুজনের সিদ্ধান্তে সাদামাটা ভাবে বিয়েটা সেরেই ফেললেন তারা।
রেজিস্ট্রি করার জন্য খরচ হয়েছে ৫০০ টাকা। সেই টাকাটুকু বাদ দিয়ে আর কোনও খরচ হয়নি বিয়েতে। পারিবারিক সদস্যারা বিয়েতে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে তাদের দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কয়েকজন সহকর্মীর। মাত্র ৫০০ টাকা বিয়ের খরচ শুনে অনেকেই অবাক। ইতিমধ্যেই তারা কম খরচে বিয়ে করে নজির গড়েছেন। আরও পড়ুন: ৮ কোটির গাড়িতে চড়েন বিধায়ক, অভিযোগ উঠল বিদ্যুৎ চুরির