গ্যাংটক: পাহাড়প্রেমী বাঙালির বেড়ানোর অন্যতম পছন্দের স্থান দার্জিলিং ও পড়শি রাজ্য সিকিম। তবে এবার থেকে সিকিম যাওয়ার আগে বিশেষ প্রস্তুতি নিতে হবে। পর্যটকদের জন্য বিশেষ নিয়ম চালু করেছে সিকিম সরকার (Sikkim Government)। এবার থেকে নর্থ সিকিমে যেতে হলে সঙ্গে রাখতে হবে অক্সিজেন কিটস (Oxygen kits)। এমনই নির্দেশিকা জারি করেছে পবন চামলিংয়ের সরকার। মূলত, ১০ হাজার ফুট উঁচুতে ওঠায় পর্যটকদের অনেকেই শ্বাসকষ্ট অনুভব করেন। তাই এবার থেকে পর্যটকদের অক্সিজেন কিটস বাধ্যতামূলক করল সিকিম সরকার। এব্যাপারে ইতিমধ্যে নির্দেশিকাও জারি করা হয়েছে। ১ জুলাই থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।
পর্যটকদের সঙ্গে অক্সিজেন কিটস রয়েছে কিনা সেটা গাড়িতে করে সিকিমে ঢোকার সময়ই জানাতে হবে। এব্যাপারে সিকিমের পরিবহণ সচিব রাজ যাদব জানান, ব্যক্তিগত ও বাণিজ্যিক সমস্ত গাড়িতেই পোর্টেবল অক্সিজেন কিটস অথবা ক্যানিস্টার্স বাধ্যতামূলকভাবে রাখতে হবে। রাজ্যে ঢোকার সময় গাড়ি রেজিস্ট্রার্ড করার সময়ই অক্সিজেন কিটস রয়েছে কিনা নিশ্চিত করতে হবে। সরকারের নির্দেশিকা মানা হচ্ছে কিনা এবং অক্সিজেন কিটস সঙ্গে রয়েছে কিনা তা জানতে পুলিশ ও পরিবহণ দফতরের মোটর ভেহিক্যালস শাখার আধিকারিকেরা গাড়িতে চেকিং করবেন।
প্রসঙ্গত, পর্যটকদের অন্যতম পছন্দের স্থান হল নর্থ সিকিম। প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লাচুং, লাচেন, গুরুদম্বার লেক, ইয়ামথাম লেক প্রায় সারা বছরই বরফে আবৃত থাকে। আর সেই বরফের মজা নিতে সারা বছরই এই স্থানগুলিতে পর্যটকদের ভিড় লেগে থাকে। কিন্তু, অত্যধিক উচ্চতার জন্য অনেকেই এই সমস্ত স্থানে গিয়ে অক্সিজেনের অভাব বোধ করেন। বিশেষত, শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট বোধ করেন। ছাঙ্গু লেক, নাথু-লা, বাবা মন্দিরে গিয়েও অনেকে শ্বাসকষ্ট অনুভব করেন। তাই অপ্রীতিকর ঘটনা ও ঝুঁকি এড়াতেই এবার নর্থ সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের অক্সিজেন কিটস বাধ্যতামূলক করল সিকিম সরকার।