Woman Stripped: প্রেমিকের সামনেই যুবতীকে নগ্ন করে ঘোরানো হল জঙ্গলে, ভিডিয়ো ভাইরাল হতে গ্রেফতার ৬ অভিযুক্ত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 22, 2022 | 7:27 PM

Uttar Pradesh: পুলিশ অফিসার জানিয়েছেন,অভিযুক্তরা যুবতীকে বিবস্ত্র করেই ক্ষান্ত থাকেনি। সেই ঘটনার ভিডিয়োও করেছে।

Woman Stripped: প্রেমিকের সামনেই যুবতীকে নগ্ন করে ঘোরানো হল জঙ্গলে, ভিডিয়ো ভাইরাল হতে গ্রেফতার ৬ অভিযুক্ত
প্রতীকী চিত্র

Follow Us

লখনউ: জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরতে গিয়েছিলেন এক যুগল। সেখানেই তাঁদের পথ আটকায় ৬ ব্যক্তি। তাদের মধ্যে এক জনের বয়স ৪০ বছর, ২ জন নাবালক এবং বাকিদের বয়স ২০ বছরের আশপাশে তাঁরা ওই যুগলকে মারধর করে বলে অভিযোগ। তার পর ওই যুবতীকে বিবস্ত্র করে জঙ্গলের রাস্তা দিয়ে ঘোরাতে থাকে। এবং গোটা ঘটনার ভিডিয়ো করে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। দুই নাবালক-সহ পাঁচ জনকে শুক্রবার গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার গ্রেফতার করা হয় অপর এক অভিযুক্তকে। গত ১৬ অগস্ট উত্তর প্রদেশের হামিরপুর জেলায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সকলেরই বাড়ি জঙ্গলের কাছে গ্রামে। ভিডিয়ো দেখে চিহ্নিত দেখে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-বি, ১৪৭ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়। এর পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনেও মামলা দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে হামিরপুরের জেলাশাসক শুভম প্যাটেল বলেছেন, “ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। আমরা নিগৃহীত যুগলকে চিহ্নিত করার চেষ্টা করছি। এই জঙ্গল থেকে জালৌন জেলা কাছে। যুগল ওই জেলার বাসিন্দাও হতে পারেন। তাই জালৌন পুলিশের সাহায্যও নেওয়া হচ্ছে।”

ওই পুলিশ অফিসার জানিয়েছেন,অভিযুক্তরা যুবতীকে বিবস্ত্র করেই ক্ষান্ত থাকেনি। সেই ঘটনার ভিডিয়োও করেছে। সেই ভিডিয়োয় ওই যুগলের থেকে টাকা দাবি করতেও দেখা গিয়েছে অভিযুক্তদের। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করেছেন। যদিও ওই যুবতীকে ধর্ষণ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। নিগৃহীতাকে চিহ্নিত করা গেলে এ বিষয়ে জানা যাবে। তাই তাঁকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সে জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন পুলিশেক ওই অফিসার।

Next Article