নয়া দিল্লি: কেন্দ্র থেকে এনডিএ-কে উৎখাত করতে অবিজেপি দলগুলি নতুন জোট গঠন করেছে। ইতিমধ্যে বিরোধী জোট ‘INDIA’-র রণকৌশল নিয়েও আলোচনা শুরু হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত বিভিন্ন ইস্যুতে জোটের শরিক দলগুলির মধ্যে মতানৈক্য রয়েছে। বিশেষত, দিল্লি, পঞ্জাব, বাংলা-সহ কয়েকটি রাজ্যে আসনরফা নিয়ে শাসকদলের সঙ্গে কংগ্রেসের বিবাদ প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক থেকে বিশেষ বার্তা দিলেন দলের সুপ্রিমো সনিয়া গান্ধী। দলকে সুদৃঢ় করার বার্তা দেওয়ার পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি (Sonia Gandhi)।
গত বুধবার দিল্লিতে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে ইন্ডিয়া জোটের প্রথম কো-অর্ডিনেশন বৈঠক ছিল। সেই বৈঠকে জোটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। রাজ্য বিশেষে আসনরফা যে জোটের অন্যতম সমস্যা হয়ে উঠেছে, সেটাও স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জোট ঐক্যবদ্ধ করতে আসরে নামলেন সনিয়া গান্ধী স্বয়ং।
কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি গঠিত হওয়ার পর এদিনই ছিল প্রথম বৈঠক। সেই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রবীণ নেতা পি. চিদম্বরম, জয়রাম রমেশের পাশাপাশি উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী। সেই বৈঠক থেকেই তিনি দলকে ‘ইন্ডিয়া’ জোটেও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন। কংগ্রেস সুপ্রিমোর স্পষ্ট বার্তা, “বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসকে অবশ্যই ইন্ডিয়া জোটের সঙ্গে যৌথভাবে লড়াই করতে হবে।” অর্থাৎ রাজ্যস্তরে ইন্ডিয়া জোটের শরিক দলের সঙ্গে কংগ্রেসের যে বিরোধ রয়েছে, সেটা মিটিয়ে একসঙ্গে কাজ করারই বার্তা দেন সনিয়া গান্ধী। অর্থাৎ ‘পাখির চোখ’ যে লোকসভা ভোট এবং ইন্ডিয়া জোটের সাফল্য, সেটাই এদিন দলের প্রথম কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে স্পষ্ট করে দিলেন কংগ্রেস সুপ্রিমো।
চলতি বছর ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে লড়াইয়ের ব্যাপারেও দলীয় নেতাদের বিশেষ বার্তা দেন সনিয়া গান্ধী। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন এবং আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য শশী থারুর, সচিন পাইলট এবং গৌরব গগৈ-সহ নতুন ওয়ার্কিং কমিটির অন্য নেতাদের উপরই দায়িত্ব দেন তিনি।