নয়া দিল্লি: একাধিক রুটে ইতিমধ্যেই চালু হয়েছে সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এবার চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। সেই ট্রেন চালু হতে আর খুব বেশি সময় লাগবে না বলে জানা গিয়েছে। আগামী বছরেই চালু হবে ১৬ কোচ যুক্ত সেই স্লিপার ট্রেন। সেই ট্রেন তৈরি করার কাজ শুরু হয়েছে চেন্নাই-এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। শুধু স্লিপার ট্রেন নয়, বন্দে ভারত মেট্রোও চালু হবে আগামী বছরেই। ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে চালু হবে বন্দে মেট্রো।
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার বিজি মাল্য জানিয়েছেন, চলতি অর্থবর্ষের মধ্যে বন্দে ভারতের স্লিপার ট্রেন চালু করা হবে। তাতে শীততাপ নিয়ন্ত্রিত নয়, এমন কামরাও থাকবে। স্লিপার ট্রেনে থাকবে থাকবে ১৬টি কোচ। তার মধ্যে ১১টি হবে এসি থ্রি টায়ার ও ৪টি এসি টু টায়ার। ওই স্লিপার ট্রেনের ভাড়াও খুব একটা বেশি হবে না বলে জানিয়েছেন তিনি। এই ট্রেনগুলি রাজধানী এক্সপ্রেসের বিকল্প হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।
বর্তমানে যে সব বন্দে ভারত ট্রেন চালু রয়েছে, সেগুলি মূলত কম দূরত্ব পার করে। তবে স্লিপার ট্রেনগুলি অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। অর্থাৎ বেশি দূরত্ব পার করা যাবে কম সময়ে। এছাড়া বন্দে ভারত মেট্রোগুলি চলবে খুব কম দূরত্বের মধ্যে।
২০১৭ সালে বন্দে ভারত ট্রেন তৈরির কাজ শুরু হয়। ১৮ মাসের মধ্যে তৈরি হয় ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন ‘ট্রেন-১৮’। ২০১৯ সালে সেই ট্রেনের নাম বদলে হয় বন্দে ভারত। ওই ট্রেনের সর্বাধিক গতি ছিল ১৮০ কিলোমিটার প্রচি ঘণ্টা।