opposition Unity : বিরোধী ঐক্যে শান? ৫ বছর পর মুখোমুখি লালু-নীতীশ-সনিয়া
opposition Unity : রবিবার ১০ জনপথে সনিয়ার সঙ্গে বৈঠক করলেন লালু-নীতীশ। এদিকে কংগ্রেসের সভাপতি নির্বাচনের পর আবার তাঁদের বৈঠকে ডেকেছেন সনিয়া গান্ধী।
নয়া দিল্লি : সম্প্রতি জোটসঙ্গী বদল করার পরই দেশজুড়ে বিরোধী ঐক্যে শান দিতে ময়দানে নেমে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের পরই তাঁর বিভিন্ন বক্তৃতায় ২৪-র লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে। সম্প্রতি তিনি দিল্লিতে একাধিক বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন। এই আবহে রবিবার রাজধানীতে ১০ জনপথে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর বাসভবেন তাঁর সঙ্গে দেখা করেন নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব।
এদিন কংগ্রেস প্রধান,জেডিইউ প্রধান ও আরজেডি প্রধানের এই বৈঠকের দিকে নজর ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের। এই বৈঠক থেকেই কোনও বিরোধী জোট গঠন হয় কি না সেইদিকে নজর ছিল বিরোধী দলগুলিরও। তবে এদিন বৈঠক শেষে সেরকম নিশ্চিত কোনও উত্তর মেলেনি। জানা গিয়েছে, আবারও তাঁদের মধ্যে বৈঠক হতে পারে। সনিয়া গান্ধী বিহারের এই জোটকে কংগ্রেসের সভাপতি নির্বাচনের পর এগিয়ে নিয়ে যেতে বলেছেন বলেই জানা যাচ্ছে। বৈঠকের পর লালু সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছি এবং ২০২৪ সালে বিজেপিকে হারাতে বিরোধী জোটের বিষয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন কংগ্রেসের সভাপতি নির্বাচনের পরে তিনি আবার আমাদের সঙ্গে দেখা করবেন।’
লালু এদিন আরও বলেছেন, ‘কংগ্রেস ছাড়া কোনও জোট হতে পারে না এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তারা সামনের সারিতে রয়েছে।’ এদিকে নীতীশ কুমার আগেই বলেছেন, ‘বিজেপিকে সরাতে হবে। দেশকে বাঁচাতে হবে।’ তিনি আরও বলেছেন, আমাদের সবাইকে একসঙ্গে হয়ে দেশের অগ্রগতির জন্য কাজ করতে হবে। উল্লেখ্য, গত ৫ বছরেরও বেশি সময় পর এই প্রথম তিনজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে।