নয়া দিল্লি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের (Ram Temple) উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে সাধু-সন্ন্যাসীদের পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট রাজনীতিক, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী থেকে রাজ্যসভা ও লোকসভার বিরোধী দলনেতাও। স্বাভাবিকভাবেই সনিয়া গান্ধী (Sonia Gandhi), মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) রামমন্দির অনুষ্ঠানে সামিল হবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে সেই প্রশ্নের জবাব মিলল। একেবারে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মতামত জানিয়ে দিল কংগ্রেস নেতৃত্ব।
বুধবার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া নিয়ে একেবারে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জবাব জানাল কংগ্রেস নেতৃত্ব। বিজ্ঞপ্তিতে স্পষ্টত জানানো হয়েছে, রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাবেন না সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে এবং অধীর চৌধুরী।
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ধর্ম ব্যক্তিগত বিষয়। বরাবর বিজেপি এবং আরএসএস অযোধ্যা মন্দিরের ইস্যু নিয়ে রাজনীতিকরণ করেছে। নির্বাচনী স্বার্থেই অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করছে বিজেপি এবং আরএসএস। এটা আরএসএস ও বিজেপির ইভেন্ট বলেও কটাক্ষ করেছে কংগ্রেস। সবমিলিয়ে বলা যায়, রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও দলীয় নেতা-কমীদের রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ায় বাধা দিচ্ছে না। সপ্তাহ খানেক আগে আসন-রফা নিয়ে প্রদেশ নেতৃত্বদের সঙ্গে বৈঠকেই এব্যাপারে সবুজ ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে দলের অনুমতি নিয়ে প্রশ্ন উঠলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে স্পষ্ট জানিয়েছেন, এব্যাপারে দলের তরফে কোনও নির্দেশ আরোপিত করা হচ্ছে না। অর্থাৎ দলীয় কোনও নেতা রাম মন্দিরে পুজো দিতে যেতে চাইলে তাঁরা বিনা বাধায় যেতে পারেন।