Soumitra Khan: ‘দু’দিন আগেই বুঝে গিয়েছে সব শেষ’, জিতেও কেন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁ?

Jyotirmoy Karmokar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 07, 2024 | 11:50 AM

Soumitra Khan: দিলীপ ঘোষের হারের ব্যাপারে সৌমিত্র খাঁ মুখ খোলেন। তবে কি যাঁরা যোগ্য দায়িত্ব পাওয়ার, তাঁরা যোগ্য দায়িত্ব পাননি, তারই কি খেসারত দিতে হচ্ছে? তার উত্তর দিতে গিয়ে ভোটের আগে শাহ-নাড্ডার তৈরি করে দেওয়া কোর কমিটির প্রসঙ্গ উত্থাপন করেন সৌমিত্র।

Soumitra Khan: দুদিন আগেই বুঝে গিয়েছে সব শেষ, জিতেও কেন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁ?
সৌমিত্র খাঁ এক্সক্লুসিভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: জিতেও দলের বিরুদ্ধে বোমা ফাটালেন সৌমিত্র খাঁ। মন্ত্রিত্ব না পেলে তৃণমূলের ফেরারও ইঙ্গিত দিয়ে রাখলেন বিষ্ণুপুরের নব নির্বাচিত বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাংলায় বিজেপির ১২ জনের মধ্যে সংখ্যার নিরিখে সবথেকে ‘সিনিয়র’ সাংসদ সৌমিত্র খাঁ।  তাঁর তাহলে দলের কাছে প্রত্যাশা কী? প্রশ্নটা রাখা হয়েছিল সৌমিত্র খাঁর কাছে। তিনি স্পষ্ট বললেন, “প্রত্যাশা আছে, যদি একটা সরকারি জায়গা মেলে। রাঢ় বাংলায় বিধায়কদের জেতাতে হলে আমাকে দায়িত্ব দিতে হবে।  বাংলার লড়াকু নেতাদের দায়িত্ব দিতে হবে। তাহলে বাংলায় বিজেপি খুব ভাল জায়গায় থাকবে। আর যদি তোষামোদি লিডার দেওয়া হয়, তাহলে জেনে রাখুন আমরা বাংলায় ভাল জায়গায় থাকব না।”

প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই  ইঙ্গিত দিয়ে রেখেছেন, তিন জন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, বেশ কয়েকজন বিধায়ক যোগাযোগ করেছেন। সে প্রশ্নটা করতে সৌমিত্র খাঁ বলেন, “জেলা স্তরের তৃণমূল নেতৃত্বের সঙ্গে টাচে আছি, রাজ্য স্তরের কারোর সঙ্গে টাচে নেই।” তাহলে কি তৃণমূলে যাওয়ার আভাস? তিনি বলেন, “জেলা স্তরের লোকেরা বলছেন দাদা তুমি চলে এসো, তাহলে বর্ধমান দুর্গাপুর আসানসোল, পুরো রাঢ় বাংলায় কেউ আর কোথাও থাকবে না। প্রতিকূলতা তৈরি করেছিল ওরা। প্রচুর চোরাস্রোত ছিল। আমি নিজেও বুঝতে পারিনি, এটা লড়াইটা দিতে পারব। ভোটের দুদিন আগেও বুঝতে পারিনি। দু’দিন আগে গিয়ে বুঝেছি সব শেষ।”

দিলীপ ঘোষের হারের ব্যাপারে সৌমিত্র খাঁ মুখ খোলেন। তবে কি যাঁরা যোগ্য দায়িত্ব পাওয়ার, তাঁরা যোগ্য দায়িত্ব পাননি, তারই কি খেসারত দিতে হচ্ছে? তার উত্তর দিতে গিয়ে ভোটের আগে শাহ-নাড্ডার তৈরি করে দেওয়া কোর কমিটির প্রসঙ্গ উত্থাপন করেন সৌমিত্র। তাঁর বিস্ফোরক বক্তব্য, “২৫ জনের যে কোর কমিটি তৈরি হয়েছিল, তার মধ্যে হয়তো ২০ জনই অযোগ্য লোক। যার ফল দল ভোগ করছে।”

২০২৪ এর বিজেপির ফলের প্রেক্ষিতে ২০১৯ সালের বিজেপির ভোট স্ট্র্যাটেজির কথা উল্লেখ করেন তিনি। সৌমিত্র বলেন, ” লড়াকু মনোভাবের নেতাদের বাংলায় নিয়ে আসতে হবে।  মুকুল রায়ের রণনীতি আর দিলীপ দার লড়াকু মনোভাব- এই দুটো স্ট্র্যাটেজি কাজ করেছিল। এরকমই রণনীতি তৈরি করতে হবে।”

Next Article