Vice President Election 2022 : মান ভাঙাতে ফোন করবেন আলভা, মমতাকে কী বলবেন বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 24, 2022 | 11:46 PM

Vice President Election 2022 : এদিন দিল্লিতে বিরোধীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করবেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভা। উপরাষ্ট্রপতি পদে তাঁকে সমর্থনের জন্য আবেদন জানাবেন তিনি।

Vice President Election 2022 : মান ভাঙাতে ফোন করবেন আলভা, মমতাকে কী বলবেন বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী?
ছবি সৌজন্যে : ANI

Follow Us

নয়া দিল্লি : রাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়ে গিয়েছে। সাংসদ, বিধায়কদের বিপুল ভোটে জয়ী হয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন মিটে গেলেও সম্মুখে এবার উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে বিরোধী জোটের রাজনৈতিক সমীকরণ। সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধী শিবিরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা সমর্থনের জন্য আবেদন রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রবিবার দিল্লিতে মিলিত হন বিরোধী দলের নেতারা। সেখানে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করবেন মার্গারেট আলভা। এবং তাঁকে উপরাষ্ট্রপতি পদে সমর্থনের জন্য আবেদন জানাবেন তিনি। তবে এই আবেদনে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দিলে বিরোধী ঐক্য নিয়ে তৃণমূল সুপ্রিমোর অবস্থানের বিরুদ্ধে হাতিয়ার করা হতে পারে বলে সূত্রের খবর। এদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রীই নন, সমর্থনের আবেদন জানিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মার্গারেট আলভা তাঁকে ফোন করেছেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

I have started speaking to CMs of many states incl those who’re not supporting me, I’m asking for their help. CMs of Assam, Karnataka & Yogi Adityanath, all are my friends… I can bring change in functioning of Rajya Sabha: Opposition’s vice-presidential candidate Margaret Alva pic.twitter.com/LiqcM8Fo7f

৬ অগস্ট রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই আবহে দেশের দ্বিতীয় নাগরিক নির্বাচন ঘিরে সরগরম রাজধানীর রাজনীতি। মনোনয়ন প্রক্রিয়া শেষ। এনডিএ-র তরফে চমক দিয়ে উপরাষ্ট্রপতি পদে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করা হয়। বিরোধীদের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মার্গারেট আলভা। বিরোধী জোট বললেও সেখানে নেই তৃণমূল কংগ্রেস। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দিন বৈঠকেও ছিল না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি। তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি ২৪-র আগেই বিরোধী ঐক্যে ফাটল ধরছে। সম্ভাবনা কিছুটা সত্যি হয় ২১ জুলাই। সেদিন সাংসদদের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের তরফে জানানো হয়, উপরাষ্ট্রপতি পদে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, বিরোধী জোটের প্রার্থী মার্গারেটেও না এবং ধনখড়েও না তৃণমূলের। তবে ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, বামেরা। বামেদের অভিযোগ ঘুর পথে বিজেপি প্রার্থীকেই এগিয়ে দিচ্ছেন নেত্রী। তবে রাজনৈতিক মহলের মতে, মার্গারেট আলভা কংগ্রেসের নেত্রী। উপরাষ্ট্রপতি পদে তৃণমূলের সঙ্গে কোনও আলোচনা না করেই কংগ্রেসের প্রার্থীকে এগিয়ে দেওয়া হয়েছে বলেই অভিমান হয়েছে তৃণমূলের। তাই ভোট দান প্রক্রিয়ায় অংশ না নিয়ে তৃণমূল স্পষ্ট বার্তা দিতে চায় যে বিরোধী ঐক্যের রাশ মমতার হাতেই থাকবে। উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মান-অভিমানের খেলা লক্ষ্যণীয় রাজনীতির ময়দানে।

Next Article