AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Voter List: বিহারের ভোটার তালিকায় বাংলাদেশ, নেপাল, মায়ানমারের বাসিন্দাদের নাম! কমিশনের দাবিই সত্যি হল?

ECI: গত ২৫ জুন থেকে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হয়েছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত ভোটার তালিকা সংশোধনী চলবে।

Bihar Voter List: বিহারের ভোটার তালিকায় বাংলাদেশ, নেপাল, মায়ানমারের বাসিন্দাদের নাম! কমিশনের দাবিই সত্যি হল?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jul 13, 2025 | 12:32 PM
Share

পটনা: এই আশঙ্কাই করেছিল নির্বাচন কমিশন। বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বিহারের ভোটার তালিকায় সংশোধন করতে গিয়ে, তালিকায় নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের বাসিন্দাদের নাম পাওয়া গিয়েছে।

নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকা সংশোধনীর সিদ্ধান্ত নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। নির্বাচন কমিশন নিবিড় সংশোধনী শুরু করতেই উঠে এল অবৈধ ভোটারদের নাম। জানা গিয়েছে, একাধিক বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের বাসিন্দাদের নাম পাওয়া গিয়েছে। এদের কাছে আধার কার্ড, রেশন কার্ড ও ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। প্রতিটি নথিই বেআইনিভাবে বানানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

আধিকারিকরা জানিয়েছেন, যথাযথ তদন্তের পর তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিহারের ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।

গত ২৫ জুন থেকে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হয়েছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত ভোটার তালিকা সংশোধনী চলবে। মোট ৭.৮ কোটি ভোটারের বৈধতা যাচাই করা হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বৈধ ভোটার প্রমাণ করতে পরিচয়পত্র দেখাতে হবে। এক্ষেত্রে আধার কার্ড বা রেশন কার্ড দেখালে হবে না। জন্ম শংসাপত্র দেখাতে হবে।  এই নিয়মকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস, আরজেডি, এনসিপি (শরদ পওয়ার) সহ একাধিক দল মামলা করেছে।