India-Maldives: সেনা প্রত্যাহারের অনুরোধের পরই মলদ্বীপের সঙ্গে আলোচনায় বসছে ভারত

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 19, 2023 | 6:14 AM

Indian Army in Maldives: শনিবারই মলদ্বীপের নয়া নির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করলে, সেই সময়ই কেন্দ্রীয় মন্ত্রীকে মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন মহম্মদ মুইজ্জু।

India-Maldives: সেনা প্রত্যাহারের অনুরোধের পরই মলদ্বীপের সঙ্গে আলোচনায় বসছে ভারত
মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ভারত বিরোধী পদক্ষেপ মলদ্বীপের। সে দেশ থেকে ভারতীয় সেনা অবিলম্বে সরানোর নির্দেশ দিলেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জ়ু। শনিবারই মলদ্বীপ সরকারের তরফে ঘোষণা করা হয় যে ভারতকে মলদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে। এদিকে, মলদ্বীপের এই ঘোষণার পরই ভারত সরকারের পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়। সূত্রের খবর, দুই দেশের মধ্যে এই বিষয়ে সমাধানসূত্র খুঁজতে আলোচনা শুরু হয়েছে।

ভারত সরকার সূত্রে জানা গিয়েছে, শনিবারই মলদ্বীপের নয়া নির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। মলদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করলে, সেই সময়ই কেন্দ্রীয় মন্ত্রীকে মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন মহম্মদ মুইজ্জু।

প্রসঙ্গত, মলদ্বীপে অর্থনৈতিক জোনে নজরদারির জন্য ৭০ জন ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। নজরদারির জন্য উপস্থিত রয়েছে ভারতীয় যুদ্ধজাহাজও। নজরদারির পাশাপাশি মেডিক্যাল ইমার্জেন্সিতে উদ্ধারকাজে উড়ান পরিচালন ও মাদক পাচার রোখার কজও করে মলদ্বীপে মোতায়েন ভারতীয় সেনারা।

সূত্রের খবর, মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মুইজ্জু বিপর্যয়ের সময়ে ভারতীয় সেনার সহযোগিতা ও ভারতীয় হেলিকপ্টার-বিমান ব্যবহার করতে দেওয়ার অবদানের জন্য ধন্যবাদ জানান। কিন্তু একইসঙ্গে অবিলম্বে সেনা প্রত্যাহারের কথা বলেন। দুই দেশের তরফেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে আলোচনা করে সমাধান সূত্র খোঁজা হবে।

Next Article