AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina-Ajit Doval: মানসিকভাবে ভেঙে পড়েছেন হাসিনা! এই প্রশ্ন পাড়তেই পারলেন না ডোভাল…

Sheikh Hasina: সূত্র মারফত জানা গিয়েছে, দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। কার্যত পাথরের মতো হয়ে গিয়েছেন তিনি। সোমবার ভারতে আসার পরই রাতে তাঁর সঙ্গে দেখা করতে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

Sheikh Hasina-Ajit Doval: মানসিকভাবে ভেঙে পড়েছেন হাসিনা! এই প্রশ্ন পাড়তেই পারলেন না ডোভাল...
ভগ্নহৃদয়ে দেশ ছাড়েন শেখ হাসিনাImage Credit: AFP
| Updated on: Aug 07, 2024 | 7:50 AM
Share

নয়া দিল্লি: আরও দীর্ঘ হতে পারে হাসিনার থাকার মেয়াদ। দু-তিনদিন নয়, তারও বেশি সময় ভারতে থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্য়েই হাসিনার দীর্ঘমেয়াদে থাকার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। যতক্ষণ পর্যন্ত অন্য কোনও দেশে আশ্রয় পাচ্ছেন না, ততক্ষণ ভারতেই থাকবেন শেখ হাসিনা। এমনটাই কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। কার্যত পাথরের মতো হয়ে গিয়েছেন তিনি। সোমবার ভারতে আসার পরই রাতে তাঁর সঙ্গে দেখা করতে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি হাসিনার মানসিক অবস্থা দেখে, তাঁর কাছে পরবর্তী কোন দেশে আশ্রয় নিতে চান, এই প্রশ্ন নাকি করতেই পারেননি অজিত ডোভাল। ধাক্কা সামলানোর জন্য আপাতত তাঁকে কিছুটা সময় দিতে বলেছেন।

সূত্রের আরও খবর, ভারতে হাসিনা আরও কয়েকদিন থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। নিরাপত্তা বাহিনীকে তার জন্য যাবতীয় প্রস্তুতি নিতেও বলা হয়েছে। গোটা বিষয়টির দিকেই কড়া নজর রাখছেন অজিত ডোভাল। হাসিনা কেমন আছেন, কোথায় থাকছেন, পরবর্তী গন্তব্য কী হবে, যাবতীয় আপডেট তিনি নিয়মিত প্রধানমন্ত্রী মোদীকে দিচ্ছেন।