Paragliding: ভদোদরায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে ৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু দক্ষিণ কোরিয়ার পর্যটকের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 25, 2022 | 7:48 PM

শিন বিয়োংয়ের আত্মীয়-পরিজন ভদোদরায় থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে এবং শিন বিয়োংয়ের মৃত্যুর খবর গুজরাট প্রশাসনের তরফে দক্ষিণ কোরিয়ার দূতাবাসেও পাঠানো হয়েছে।

Paragliding: ভদোদরায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে ৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু দক্ষিণ কোরিয়ার পর্যটকের
প্রতীকি ছবি।

Follow Us

ভদোদরা: মুহূর্তে আনন্দ বদলে গেল বিষাদে! প্যারাগ্লাইডিং করতে গিয়ে ৫০ ফুট উঁচু থেকে নীচে পড়ে মৃত্যু হল এক পর্যটকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানা জেলার কাড়ি শহরে। প্যারাস্যুটটি ঠিকমতো না খোলার জন্যই ভারসাম্য হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির নাম শিন বিয়োং (৫০)। দক্ষিণ কোরিয়ার এই নাগরিক এক বন্ধুর সঙ্গে গুজরাটে বেড়াতে এসেছিলেন। প্যারাগ্লাইডিং করার সময় প্যারাস্যুটটি ঠিকমতো না খোলার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যান তিনি। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনায় কাড়ি থানায় একটি মামলা রুজু হয়েছে।

কাড়ি থানার পুলিশ আধিকারিক নিকুঞ্জ প্যাটেল জানান, দক্ষিণ কোরিয়ার নাগরিক শিন বিয়োং শনিবার তাঁর এক বন্ধুর সঙ্গে কাড়ি শহরের কাছে ভিসাতপুরা গ্রাম থেকে প্যারাগ্লাইডিংয়ে অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই গ্রামেরই একটি স্কুলমাঠে প্যারাস্যুটটি ছিঁড়ে নীচে পড়ে যান শিন বিয়াং। সঙ্গে সঙ্গে অবশ্য তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, বাঁচানো যায়নি।

হাসপাতাল সূত্রে খবর, অর্ধ-অচৈতন্য অবস্থায় শিন বিয়োংকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। অনেকটা উঁচু থেকে পড়ে গিয়ে শক পান তিনি। তার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিন বিয়োংয়ের।

কাড়ি থানার পুলিশ আধিকারিক জানান, শিন বিয়োংয়ের আত্মীয়-পরিজন ভদোদরায় থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে এবং শিন বিয়োংয়ের মৃত্যুর খবর গুজরাট প্রশাসনের তরফে দক্ষিণ কোরিয়ার দূতাবাসেও পাঠানো হয়েছে। তাঁর নিজের দেশে সৎকার করার জন্য শিন বিয়োংয়ের দেহ দক্ষিণ কোরিয়ার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Next Article