দেশে স্পুটনিক ভি-র দাম কত হবে? খোলসা করল ডঃ রেড্ডিজ

সুমন মহাপাত্র |

Apr 22, 2021 | 2:09 PM

বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে ডঃ রেড্ডিজ ল্যাব জানিয়েছে, বিশ্ব বাজারে ১০ ডলার হলেও ভারতে তাদের প্রতিষেধকের কত দাম হবে, তা নিয়ে ভাবনা-চিন্তা করছে তারা।

দেশে স্পুটনিক ভি-র দাম কত হবে? খোলসা করল ডঃ রেড্ডিজ
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পর দেশের হাতে এখন করোনা নিধনের তৃতীয় অস্ত্র স্পুটনিক ভি (Sputnik V)। কয়েকদিন আগেই ডিসিজিআই অনুমোদন পেয়েছে এই প্রতিষেধক। কিন্তু স্পুটনিকের দাম কত হবে? তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে ডঃ রেড্ডিজ ল্যাব আগেই জানিয়েছে প্রতি ডোজ় ৭৫০ টাকার আশপাশে মিলবে রাশিয়ার প্রতিষেধক।

কিন্তু বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে ডঃ রেড্ডিজ ল্যাব জানিয়েছে, বিশ্ব বাজারে ১০ ডলার হলেও ভারতে তাদের প্রতিষেধকের কত দাম হবে, তা নিয়ে ভাবনা-চিন্তা করছে তারা। বুধবার ডঃ রেড্ডিজের ম্যানেজিং ডিরেক্টর জিভি প্রসাদ জানিয়েছিলেন বিশ্ব বাজারে যে দাম সেই দামেই ভারতে আসবে স্পুটনিক, এমনটাই মনে করেন তিনি। পাশাপাশি ভারতে স্পুটনিক উৎপাদন শুরু হলে তার দাম আরও কমবে বলে জানিয়েছিলেন তিনি।

বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে করোনা রুখতে স্পুটনিক ৯১.৬ শতাংশ কার্যকরী। ভারতে তৃতীয় দফার ট্রায়াল চলাকালীনই ১৯ ফেব্রুয়ারি আপদকালীন অনুমোদনের আবেদন করেছিল স্পুটনিক। ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে অনুমোদন পেয়েছে রাশিয়ার এই করোনা প্রতিষেধক। ভারতে ১৮ থেকে ৯৯ বছর বয়সী ১ হাজার ৬০০ জনের ওপর ট্রায়াল চালিয়েছে ডঃ রেড্ডিজ ল্যাব। তারপরই ভারতে অনুমোদন পেয়েছে এই প্রতিষেধক।

স্পুটনিকের প্রথম লট ভারতে আসার জন্য রাশিয়া থেকে এপ্রিল মাসেই বেরবে। মে মাস থেকে আসতে আসতে দেশে টিকা আসার দ্রুততা বাড়বে। রাশিয়ার স্পুটনিক ভি ভারতে অনুমোদন পাওয়ার পর কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল স্বাস্থ্যমহলের বৃহৎ অংশ।

আরও পড়ুন: টিকাকরণে ‘জাতীয় পরিকল্পনা’ কী? ‘আপদকালীন পরিস্থিতিতে’ কেন্দ্রের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট

Next Article