কান্নুর: এপ্রিলের শেষেই কেরলে চাকা গড়িয়েছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। এই ট্রেনের যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবও। এবার এই কাসারাগড়-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করেই ফের পাথর ছোড়ার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, সোমবার কিছু দুষ্কৃতী এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। কেরলে বন্দে ভারতের যাত্রা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল হঠাৎ রেলের আধিকারিকরা লক্ষ্য করেন ট্রেনের গায়ে ঘষা দাগ রয়েছে। তাঁদের অনুমান পাথর ছোড়ার কারণেই এরকম দাগ হয়েছে ট্রেনে। সেই সময় উত্তর কেরলের ভালাপট্টনম দিয়ে যাচ্ছিল ট্রেনটি। ট্রেনের গায়ে দাগ দেখতেই সঙ্গে সঙ্গে পুলিশকে এই বিষয়ে জানান রেলের আধকারিকরা। তাঁদের অনুমান, ভালাপট্টনম এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে।
ট্রেনটি কাসারগড় থেকে তিরুবনন্তপুরমের দিকে যাচ্ছিল। রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, দুপুর ৩ টে ২৭ নাগাদ ভালাপট্টনম ও কান্নুর চিরাকলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা এই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। এদিকে পুলিশ জানিয়েছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না ভালাপট্টনম এলাকা দিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটেছে কি না। তবে তদন্ত শুরু হয়েছে। এই ধরনের ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপও করা হয়েছে। অন্যদিকে গত সপ্তাহেই কিছু দুষ্কৃতী কেরলের মলপ্পুরম জেলার তিরুনাভায়া ও তিরুরের মধ্যে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ে। এদিকে শুধু কেরলই নয়। যেসব রাজ্যে চাকা গড়িয়েছে বন্দে ভারতের, কম বেশি প্রায় সব রাজ্যেই আক্রমণের মুখে পড়তে হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে। পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, অন্ধপ্রদেশের একাধিকবার বন্দে ভারত লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর। কয়েকবার কাচও ভেঙেছে এই ট্রেনের।