দ্বারকা: শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে নতুন সেতুর নামকরণ করা হয়েছে সুদর্শন সেতু। ২০১৭ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর আজ সেই সেতু উদ্বোধন করেছেন তিনি। মূল দ্বারকা শহরের সঙ্গে সংযোগ স্থাপন করতেই এই সেতু তৈরি করা হয়েছে। মূল দ্বারকা শহরেই রয়েছে কৃষ্ণের বিখ্যাত মন্দির। কথিত আছে এই দ্বারকাতেই বসতি স্থাপন করেছিলেন কৃষ্ণ।
কথিত আছে বিশ্বকর্মা এই নগরী তৈরি করেছিলেন। সমুদ্রের মাঝে দ্বারকা নগরী প্রতিষ্ঠার নির্দেশ তিনিই দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়।
কথিত আছে স্বর্গের মতো নগরী তৈরি করা হয়েছিল। সকালে উঠে সেই নগরী দেখে চমকে গিয়েছিলেন বাসিন্দারা। দরজা কোথায় খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। এই নগরীর নামকরণ করা হয় দ্বারকা। পরে ঋষিদের অভিশাপের ফলে নাকি এই নগরী ডুবে যায়। দ্বারকা শহর ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যায়।
রবিবার দ্বারকার মন্দিরে পুজো দিয়ে সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। চারটি লেনের এই সেতু ২৭.২০ মিটার চওড়া। প্রতিটি লেনের পাশে থাকছে ২.৫০ মিটার চওড়া ফুটপাথ। এই সুদর্শন সেতুর ডিজাইনেও ভগবত গীতা ও কৃষ্ণের ছোঁয়া। ভগবৎ গীতার শ্লোকের ওপর ভিত্তি করে সেতুর ডিজাইন তৈরি করা হয়েছে। দুদিকেই রয়েছে কৃষ্ণের প্রতিকৃতি। এটি দেশের সবথেকে দীর্ঘ কেবল ব্রিজ।