চণ্ডীগড়: ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)-এর হরিয়ানার প্রধানকে গুলি করে খুন করা হল। নাফে সিং রাঠি নামের হরিয়ানার ওই নেতাকে রবিবার সন্ধ্যায় গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। হরিয়ানার ঝাঝর জেলা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন রাঠি। সে সময়ই দুষ্কৃতীরা গাড়ি করে আসে বলে অভিযোগ, তার পর গুলি করে চলে যায়। সে সময় রাঠির সঙ্গে ছিলেন তাঁর দলের অপর এক নেতা। তিনিও গুলিচালনার জেরে গুরুতর আহত হয়েছেন।
অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালনার পর প্রাক্তন বিধায়ক তথা আইএনএলডি নেতা রাঠিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্রহ্ম শক্তি সঞ্জীবনি হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছনোর পরই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আইএনএলডি-র মিডিয়া সেল তাদের নেতার খুনের কথা জানিয়েছে। রাজনৈতিক নেতার উপর গুলি চালনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় হরিয়ানার পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে তদন্তকারীরা।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, “এই ঘটনায় জড়িতদের কাউকে রেয়াত করা হবে না। সকল অভিযুক্তকে ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।” ঘটনার পরই কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। হামলাকারী দুষ্কৃতীদের চিহ্নিত করা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের হাত থাকতে পারে এই খুনের পিছনে।