Nirbhaya’s mother slams Mamata: ‘এই ধরনের রাজনীতিকরা শুধু ভোট ব্যাঙ্কের কথা ভাবেন’, মমতার মন্তব্য প্রসঙ্গে আর কী বললেন নির্ভয়ার মা?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 12, 2022 | 5:57 PM

Nirbhaya's Mother: এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে নির্ভয়ার মা বলেন, "মমতা যদি নির্যাতিতাকে নিয়ে এমন মন্তব্য করেন তবে তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই।

Nirbhayas mother slams Mamata: এই ধরনের রাজনীতিকরা শুধু ভোট ব্যাঙ্কের কথা ভাবেন, মমতার মন্তব্য প্রসঙ্গে আর কী বললেন নির্ভয়ার মা?
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

নয়া দিল্লি: সম্প্রতি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালিতে (Hanskhali Rape Case) ১৪ বছর বয়সী এক কিশোরীকে বার্থ ডে পার্টিতে ডেকে নিয়ে এসে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেইদিন রাতেই নির্যাতিতা তরুণীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে গোটা বাংলা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে (TMC Govt) কড়া ভাষায় আক্রমণ করেছিল বিরোধীরা। সোমবার এক সরকারি অনুষ্ঠান থেকে হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেছিলেন, “ওই মেয়টিকে ধর্ষণ করা হয়েছে না মেয়েটি প্রেগন্যান্ট ছিল তা আগে খতিয়ে দেখা দরকার।” মমতার এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। বিরোধীরা মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন, এমনকী সোশ্যাল মিডিয়াতেও (Social Media) মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দায় সরব হয়েছিল নেটিজেনরা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ২০১২ সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতার নির্ভয়ার (Nirbhaya Rape Case) মা আশা দেবী। ২০১২ সালে নির্ভয়ার ঘটনায় গোটা দেশ প্রতিবাদে সরব হয়েছিল, নির্ভয়া নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছিল। গোটা দেশেই এই ঘটনার প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন। তবে শেষমেশ হাজার চেষ্টার পরও নির্ভয়াকে প্রাণে বাঁচানো যায়নি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে নির্ভয়ার মা বলেন, “মমতা যদি নির্যাতিতাকে নিয়ে এমন মন্তব্য করেন তবে তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই। একজন মহিলা হয়েও তিনি যদি এমন মন্তব্য করেন, তবে তিনি যে পদে রয়েছেন, তা তাঁকে মানায় না। এই মামলা যথাযথ তদন্ত হওয়া উচিৎ এবং দোষীদের শাস্তি দেওয়া উচিৎ। এই মন্তব্যে এই ধরনের অপরাধকে উৎসাহ দেবে। এমনকী নির্যাতিতার ওপরও এর মারাত্মক প্রভাব পড়বে। এই ধরনের রাজনীতিবিদরা শুধু ভোটব্যাঙ্কের কথাই ভাবেন।”

গতকালই এক সরকারি অনুষ্ঠান থেকে হাঁসখালি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী মুখ খুলতেই তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। তিনি বলেছিলেন, “সংবাদমাধ্যমগুলি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করছে। তারা দেখাচ্ছে ওই কিশোরী ধর্ষণের কারণে মারা গিয়েছেন। আপনার একে ধর্ষণ বলবেন? ওই মেয়েটি কী গর্ভবতী ছিল না কী এটা লাভ অ্যাফেয়ার্সের ঘটনা? তারা কি এটা তদন্ত করে দেখেছে? আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, তারা অভিযুক্তকে গ্রেফতার করেছে। আমাকে বলা হয়েছিল নির্যাতিতা কিশোরী ও অভিযুক্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।”

আরও পড়ুন Deoghar Ropeway Accident: পরপর ২দিন একই ঘটনা, দেওঘরে উদ্ধারকাজ চলাকালীন ১০০ ফুট থেকে আছড়ে পড়লেন মহিলা!

Next Article