উপত্যকায় আটক রোহিঙ্গাদের আর্জি শুনবে শীর্ষ আদালত

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: arunava roy

Mar 18, 2021 | 2:38 PM

বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় জম্মু(Jammu)-র হীরানগরে একটি জেলে আটক করে রাখার প্রেক্ষিতেই এক রিফিউজি রোহিঙ্গা (Rohingya) সুপ্রিম কোর্টে (Supreme Court) আর্জি জানায়।

উপত্যকায় আটক রোহিঙ্গাদের আর্জি শুনবে শীর্ষ আদালত
জম্মুতে রোহিঙ্গাদের ভিড়। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: শীর্ষ আদালতের কড়া নাড়তেই মিলল সাড়া, অবশেষে জম্মু-কাশ্মীরে বন্দি থাকা রোহিঙ্গা (Rohingya)-দের দাখিল করা আর্জির শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২৫ মার্চ এই মামলার শুনানি হবে বলে জানায় শীর্ষ আদালত।

মহাম্মদ সালিমুল্লাহ নামক এক রোহিঙ্গা রিফিউজি তাঁদের জেলবন্দি অবস্থা ও মায়ানমারে ফেরত না পাঠানোর আবেদন জানিয়ে আর্জি দাখিল করেছিলেন। আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে দাখিল করা আর্জিপত্রে তিনি বলেছিলেন, “জম্মুর সাব জেলে বেআইনীভাবে রিফিউজিদের আটক করে রাখা হয়েছে। জম্মুর ইন্সপেক্টর জেনারেল মুকেশ সিং জানিয়েছেন যে দূতাবাসে তাদের পরিচয়পত্র যাচাই করার পরই তাঁদের মায়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি অমান্য, জরিমানা ১৯ হাজার টাকা, বন্ধ হল বিখ্যাত রেস্তরাঁ, দায়ের মামলাও

মায়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি উল্লেখ করে আর্জিপত্রে আরও বলা হয়, “দেশে ফেরত পাঠানোর হুমকি ভারতে উদ্বাস্তু সুরক্ষা নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। যেখানে সুরক্ষা নেই, সেই জায়গাতেই পুনরায় ফেরত পাঠানো সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী। দেশের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় ফেরত পাঠানোর নিয়মে কিছু ব্যতিক্রম থাকলেও এই ধরনের কোনও পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে প্রমাণ করা প্রয়োজন।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বিদেশি আইনের অধীনে কাঠুয়ার হীরানগরে একটি বিশেষ সেন্টার তৈরি করে জম্মু-কাশ্মীর প্রশাসন। সেখানে মহিলা ও শিশু সহ প্রায় ১৬৮ জন রিফিউজিকে আটক করে রাখা হয়েছে। তাঁদের কাছে বৈধ পাসপোর্ট ছিল না বলেই জানিয়েছেন এক প্রশাসনিক আধিকারিক। বৃহস্পতিবার আটক রোহিঙ্গার আর্জির প্রেক্ষিতেই শীর্ষ আদালত জানায়, আগামী ২৫ মার্চ এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: এক পয়েন্টে হার, দুঃখে আত্মহত্যার পথ বেছে নিলেন ‘দঙ্গল গার্লে’র বোন রীতিকা ফোগট

Next Article