নয়া দিল্লি: গত ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসক দেহ উদ্ধার হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছেন। চিকিৎসক, শিল্পী থেকে শুরু করে ফুলবলপ্রেমী মানুষও রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে। শান্তিপূর্ণ মিছিলের ক্ষেত্রে রাজ্য সরকার যাতে কোনও পদক্ষেপ না করে, মঙ্গলবার সেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
গত ১৪ অগস্ট রাতে রাজ্যের সব স্তরের মহিলারা রাস্তায় নেমে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নেন। কলকাতা ও প্রায় সব জেলার বাসিন্দারা কোনও রাজনৈতিক ব্যানার ছাড়াই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে নামেন। প্রত্যেকের মুখে একই কথা শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই।’ সেখানেই শেষ নয়, প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গায় চলছে আন্দোলন।
পথে নেমেছেন বুদ্ধিজীবীরা, পথে নেমেছেন অভিনেতা, সঙ্গীতশিল্পী, নাট্যকর্মীরা। গত রবিবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবের সদস্যরাই প্রতিবাদ জানাতে রাস্তায় হাঁটেন। সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে। বেশ কয়েকজনকে আটকও করা হয়। আর আজ সুপ্রিম কোর্টের শুনানিতে মিছিল নিয়ে রাজ্য সরকারকে কার্যত বার্তা দিল সুপ্রিম কোর্ট।
আরজি কর-কাণ্ডে এদিন তিন বিচারপতির বেঞ্চে ছিল স্বতঃপ্রণোদিত মামলার শুনানি। এদিন দেশ জুড়ে সব চিকিৎসক, নার্স, কর্মরত মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।