AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CJI BR Gavai: ৬ মাসেই যদি নতুন আইনজীবীরা BMW-মার্সেডিজ চড়তে চান, তাহলে….তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

CJI BR Gavai: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে আইনের ডিগ্রি অর্জন করার পরই আইনজীবীদের স্টেটাস বা প্রেস্টিজ মাথায় চড়তে দেওয়া উচিত নয়।

CJI BR Gavai: ৬ মাসেই যদি নতুন আইনজীবীরা BMW-মার্সেডিজ চড়তে চান, তাহলে....তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাই।Image Credit: PTI
| Updated on: Jul 26, 2025 | 2:12 PM
Share

নয়া দিল্লি: আইনজীবীদের আচরণ, তাদের আশা-আকাক্ষ্মা কী হওয়া উচিত, তা তুলে ধরলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাই। কীভাবে সাধারণ মানুষের কাছে বিচার পৌঁছে দিতে হবে, তা নিয়েই তিনি নতুন আইনজীবীদের পরামর্শ দেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের বাবা আরএস গভাই, যিনি বিহার ও কেরলের রাজ্যপাল ছিলেন একসময়, তার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রে অমরাবতীতে নিজের গ্রাম দাড়াপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি বিআর গভাই। সেখানেই তিনি বলেন যে জুনিয়র আইনজীবীদের উচিত নিজস্ব প্রাকটিস শুরু করার আগে অ্যাপ্রেন্টিসশিপ করা উচিত। তিনি বলেন, “যদি কেউ অভিজ্ঞতা ছাড়াই আদালতে মামলা লড়তে চান এবং কাজ শুরুর ৬ মাসের মধ্যে মার্সেডিজ বা বিএমডব্লু কিনতে চান, তবে তাদের উদ্দেশ্য কী, বোঝা উচিত।”

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে আইনের ডিগ্রি অর্জন করার পরই আইনজীবীদের স্টেটাস বা প্রেস্টিজ মাথায় চড়তে দেওয়া উচিত নয়। নতুন আইনজীবীদের আচরণ নিয়ে তিনি বলেন, “আমি দেখেছি জুনিয়র আইনজীবীরা তাদের সিনিয়রদের বসার চেয়ারটুকুও অফার করে না। একইভাবে এমনও দেখেছি যে বিচারপতি ভৎর্সনা করায় জুনিয়র আইনজীবী আদালতেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আইনজীবী এবং বিচারপতি সমান সমান পার্টনার। চেয়ার তৈরি করা হয়েছে মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। এর সঙ্গে থাকা ক্ষমতা যেন মাথায় না চড়ে যায়।”

আগামী নভেম্বর মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিচ্ছেন বিআর গভাই। এরপর কি তিনি সরকারি পদে বসবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কোনও সরকারি বা প্রশাসনিক পদ গ্রহণ করব না। আমি দাড়াপুর, অমরাবতী, নাগপুরেই বেশি সময় কাটানোর চেষ্টা করব।”