নয়া দিল্লি: শুক্রবার (২৯ এপ্রিল), প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটের দামে ছাড় ফিরিয়ে আনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যার জেরে জোর ধাক্কা খেলেন প্রবীণ নাগরিকরা। কারণ আগে যে ট্রেনের টিকিটে ছাড়ের সুবিধা পেতেন তারা, তা আর পাওয়া যাবে না। বিচারপতি এসকে কওল এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ এদিন এমকে বালাকৃষ্ণণের এই বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করেছে। কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে যে সিনিয়র সিটিজেনদের রেল টিকিটে ছাড় বন্ধ করা হয়েছিল, সেগুলি ফের ফিরিয়ে আনার আবেদন করেছিলেন এমকে বালাকৃষ্ণণ। সুপ্রিম কোর্ট বলেছে, আদালতের পক্ষে সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে কোনও পিটিশনের উপর আদেশ জারি করা উপযুক্ত হবে না। প্রবীণ নাগরিকদের চাহিদা এবং রাজকোষের অবস্থা মাথায় রেখে সরকারকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আবেদনকারীর যুক্তি খারিজ করে বেঞ্চ বলেছে, বয়স্কদের এই ছাড় দেওয়া রাজ্যের দায়িত্ব, কেন্দ্রের নয়।
কেন বন্ধ করা হয়েছিল ছাড়?
কোভিড-১৯ এর বিস্তার রোধে যাতে কম সংখ্যক মানুষ চলাচল করেন, তার জন্য ২০২০ সালে প্রবীণ নাগরিকদের দেওয়া রেল টিকিটে ছাড় বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। এক সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি মহামারি শুরুর আগে প্রবীণ নাগরিকদের যে ছাড়গুলি দেওয়া হত, সেগুলি ফের চালু করার সুপারিশ করেছে।
আগে কত ডিসকাউন্ট পাওয়া যেত?
ভারতীয় রেল ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের ট্রেনের টিকিটের ভাড়ায় ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য ৫০ শতাংশ ছাড় দিত। যা এখন আর দেওয়া হয় না।