AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Supreme Court: বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, সাদান ফারাসাত ও গোপাল শঙ্করনারায়ণ এই মামলার জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। তাদের যুক্তি, এই নিবিড় সংশোধনীতে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়বে।

Supreme Court: ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jul 07, 2025 | 2:14 PM
Share

নয়া দিল্লি: নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নিবিড় সংশোধনী স্থগিত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। আজ সেই মামলার জরুরি শুনানি হবে। তবে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরজেডির সাংসদ মনোজ ঝা, প্রাক্তন বিধায়ক মুজাহিদ আলম থেকে শুরু করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্ম, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস- একাধিক রাজনৈতিক নেতা ও সংগঠন সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকা সংশোধনীর নিয়মকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেছিল।

বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, সাদান ফারাসাত ও গোপাল শঙ্করনারায়ণ এই মামলার জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। তাদের যুক্তি, এই নিবিড় সংশোধনীতে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়বে। আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণি ও মহিলারা সবথেকে বেশি প্রভাবিত হবেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন নির্বাচন কমিশন জানায়, বিহারের বিধানসভা নির্বাচনের আগে নিবিড় ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন করা হবে। শেষবার ২০০৩ সালে ভোটার তালিকা সংশোধন হয়েছিল। নতুন ভোটার, ভোটারদের মৃত্যু, অবৈধ বাসিন্দা সহ একাধিক কারণ দেখিয়ে ভোটার তালিকায় সংশোধনের প্রয়োজন বলে উল্লেখ করেছিল।     

বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। বৈধ ভোটার হিসাবে নিজেকে প্রমাণ করতে এবার আধার কার্ড বা প্যান কার্ড দেখালে হবে না, জন্ম প্রমাণপত্রই দেখাতে হবে। মা-বাবার জন্মের প্রমাণপত্রও দেখাতে হবে।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের দাবি, এই নিয়মে বহু বৈধ ভোটারের নাম বাদ যাবে। যদিও বিজেপি এই যুক্তি মানতে নারাজ।