EVM usage in election: ‘আরও ভাল বিষয়ে জনস্বার্থ মামলা করুন’, খারিজ ইভিএম ব্যবহার বন্ধের আবেদন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 05, 2022 | 7:35 PM

Supreme Court on EVM usage in election: সোমবার (৫ সেপ্টেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার বন্ধ এবং নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

EVM usage in election: আরও ভাল বিষয়ে জনস্বার্থ মামলা করুন, খারিজ ইভিএম ব্যবহার বন্ধের আবেদন
ইভিএম বন্ধের আবেদনের শুনানি খারিজ করল সুপ্রিম কোর্ট

Follow Us

নয়া দিল্লি: সোমবার (৫ সেপ্টেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার বন্ধ এবং নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সিআর জয়সুকিন। ভারতে সব স্তরের নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে করার দাবি জানিয়েছিলেন তিনি। তবে, এদিন সেই আবেদনের শুনানি খারিজ করে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির একটি বেঞ্চ তাঁকে বলেছে, “জনস্বার্থ মামলা দায়ের করতে হলে, আরও ভাল কোনোও বিষয় উত্থাপন করুন।”

এর আগে আবেনকারী সিআর জয়সুকিন একই আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্টে। হাইকোর্ট তাণঁর আবেদন খারিজ করার পর, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। আবেদনে সিআর জয়সুকিন বলেছিলেন, “গণতন্ত্রকে বাঁচাতে, আমাদের অবশ্যই দেশে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যালট পেপার পদ্ধতি চালু করতে হবে। ভারতে পুরোনো ব্যালট পেপার পদ্ধতির পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করছে। যদিও ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের অনেক দেশই ইভিএম ব্যবহার নিষিদ্ধ করেছে।”

তিনি আরও জানান, ভারতের সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যে নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনগুলি অবাধ ও সুষ্ঠু হওয়া দরকার। ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া যেকোনও দেশের নির্বাচনী প্রক্রিয়ার জন্য সবথেকে নির্ভরযোগ্য এবং স্বচ্ছ পদ্ধতি। তাই ভারতে ইভিএম-এর বদলে ব্যালট পেপার ভোটিং পদ্ধতি চালু করতে হবে।

ওই আইনজীবী তাঁর আবেদনে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি এবং অন্যান্য উন্নত দেশগুলি নির্বাচনে ইভিএম ব্যবহার বাতিল করে ব্যালট পদ্ধতি বেছে নিয়েছে। এর থেকেই ইঙ্গিত মেলে যে কোনও দেশের নির্বাচনী প্রক্রিয়ার জন্য ইভিএম কোনও সন্তোষজনক যন্ত্র নয়। ইভিএম হ্যাক করা যেতে পারে। কিন্তু ব্যালট সিস্টেম অত্যন্ত নিরাপদ।”

Next Article
Nitish Kumar: ‘মুক্তি পেয়েছি…’, নিজের সদাহাস্য থাকার কারণ জানালেন নীতীশ কুমার
Kartavya Path: নেতাজির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন, নয়া নাম হচ্ছে ‘কর্তব্য ​পথ’, মুছে গেল ঔপনিবেশিক গন্ধ