নয়া দিল্লি: জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি বা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় এ বার অংশ নিতে পারবেন মহিলারাও। বুধবার এই যুগান্তরকারী রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিকে ভর্তি হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই মহিলাদের পরীক্ষায় বসার দ্বার উন্মুক্ত করে দিয়েছে আদালত। মহিলাদের এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ায় এ দিন সেনাকে তীব্র ভর্ৎসনা করে আদালত। সেনার নীতি লিঙ্গ বৈষম্যকেই আরও সুযোগ করে দিচ্ছে বলে আজকের অন্তর্বর্তী রায়ে জানিয়েছেন শীর্ষ আদালত।
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় যাতে মহিলাদেরও বসার সুযোগ দেওয়া হয়, সেই দাবি জানিয়েই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলার শুনানি করতে গিয়ে সেনার ‘শুধু পুরুষ পরীক্ষায় বসবে’ এই নীতিকে এক হাত নেয় আদালত। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা পরীক্ষায় মহিলারাও অংশ নিতে পারবে। যদিও এই সম্পর্কিত চূড়ান্ত রায় আসা এখনও বাকি। তবে অন্তর্বর্তী নির্দেশে মহিলাদের পরীক্ষায় বসার ছাড়পত্র দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, বুধবারই জানা গিয়েছে যে ২০২৭ সালেই সুপ্রিম কোর্ট পেতে পারে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি এনভি রমণের অবসরের পর কে প্রধান বিচারপতি হবেন, তা নিয়ে সুপ্রিম কোর্টের কলোজ়িয়াম যে নয়জন বিচারপতির নাম পাঠিয়েছে, তার মধ্যেই রয়েছে বিচারপতি বিভি নাগারাথনা (BV Nagarathna)।
প্রধান বিচারপতি এনভি রমণের নেতৃত্বেই সুপ্রিম কোর্টের কলোজ়িয়াম নয় বিচারপতির নাম সুপারিশ করেন। সেই তালিকাতেই বিচারপতি বিভি নাগারাথনার নাম উঠে আসে। বাকি বিচারপতিদের নাম হল বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি জেকে মহেশ্বরী, বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি এমএম সুন্দ্রেস। বর্তমানে কর্নাটক হাইকোর্টের বিচারপতি বিভি নাগারাথনার নাম যদি প্রধান বিচারপতি হিসাবে নির্বাচিত হয়, তবে তিনিই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন।
২০০৮ সাল থেকেই তিনি কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে তিনি কাজ করছিলেন, দুই বছর পরই তাঁকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। বিচারপতি বিভি নাগারাথনা নিজের বাবার পদচিহ্ন অনুসরণ করেই চলছেন বললে খুব একটা ভুল হবে না, কারণ তাঁর বাবা ই এস ভেঙ্কটারামাইয়াও ১৯৮৯ সালের জুন মাস থেকে ডিসেম্বর অবধি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। বাবার মতোই বিভি নাগারাথনাও প্রধান বিচারপতি রূপে কয়েক মাসের জন্য শীর্ষ আদালতের দায়িত্ব সামলাতে পারেন। আরও পড়ুন: ভোর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তুলতে লম্বা লাইন, দরজা খুলতেই পায়ের চাপে শিশু সহ পিষ্ট ৯