শ্রীরামপুরে বিজেপি নেতার ওপর ‘হামলা’র প্রমাণ চেয়ে রেকর্ড তলব করল সুপ্রিম কোর্ট

Jan 05, 2021 | 4:25 PM

নিউ দিল্লি: শ্রীরামপুরে বিজেপি নেতা কবির শঙ্কর বসুর (Kabir Shankar Basu)ওপর হামলার ঘটনার রেকর্ড তলব করব সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান, ঘটনার সময়ের ভিডিয়ো খতিয়ে দেখতে চাইছে শীর্ষ আদালত। বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে যে মামলা করা হয়েছিল, তার ভিত্তিতেই মঙ্গলবার এই কথা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তিন দিনের […]

শ্রীরামপুরে বিজেপি নেতার ওপর হামলার প্রমাণ চেয়ে রেকর্ড তলব করল সুপ্রিম কোর্ট
বাঁ দিকে- ঘটনার দিনের ছবি

Follow Us

নিউ দিল্লি: শ্রীরামপুরে বিজেপি নেতা কবির শঙ্কর বসুর (Kabir Shankar Basu)ওপর হামলার ঘটনার রেকর্ড তলব করব সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান, ঘটনার সময়ের ভিডিয়ো খতিয়ে দেখতে চাইছে শীর্ষ আদালত। বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে যে মামলা করা হয়েছিল, তার ভিত্তিতেই মঙ্গলবার এই কথা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তিন দিনের মধ্যেই এই রিপোর্ট পেশ করতে হবে মামলাকারীকে। আগামী সপ্তাহেই ফের এই মামলার শুনানি রয়েছে।

মাস খানেক আগে শ্রীরামপুরে নিজের ফ্ল্যাটের সামনেই আক্রান্ত হন বিজেপি নেতা কবির শঙ্কর বসু। অভিযোগ, তিনি ফ্ল্যাট থেকে বেরনোর সময়েই রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের সঙ্গে ঝগড়া শুরু হয়। তাঁরা তৃণমূল কর্মী বলে দাবি করেন তিনি। পরিস্থিতি সংঘর্ষের পর্যায়ে যায়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে মারধর হয়।

কবির শঙ্করের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করেন ওই বিজেপি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা।

আরও পড়ুন: হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে সুপ্রিম কোর্টে হলফনামা দিল রাজ্য

ঘটনায় আবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এলাকার রাস্তা সারাই নিয়ে ওই বিজেপি নেতার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা কথা বলছিলেন। তখনই সিআইএসএফ জওয়ানরা তাঁদের ওপর লাঠিচার্জ করে। সেসময় কবির শঙ্করকে ‘গুন্ডা’ সম্বোধন করেন তিনি। পরে কবির শঙ্করকেও থানায় নিয়ে গিয়ে পুলিস হেনস্থা করে বলেও অভিযোগ।

 

Next Article