Udaynidhi Stalin: ‘সনাতন’ বিরোধী মন্তব্যের জন্য সুপ্রিম তিরস্কারের মুখে স্ট্যালিন
Udaynidhi Stalin: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে উদয়নিধি স্ট্য়ালিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশ, কর্নাটক, বিহার, জম্মু ও কাশ্মীর এবং মহারাষ্ট্রে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন শীর্ষ আদালতে, সমস্ত এফআইআরগুলির একত্রিত করে শুনানি করার অনুরোধ করেন অভিষেক মনু সিংভি।
নয়া দিল্লি: সনাতন ধর্মকে নির্মূল করার মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তিরস্কৃত আজ তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিন। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ বলেছে, একজন মন্ত্রী হিসাবে তাঁর কথার কী পরিণাম হতে পারে, সেই সম্পর্কে তাঁর সচেতন থাকা উচিত। তিনি তাঁর অধিকারের অপব্যবহার করেছেন, বলেছে আদালত। বিচারপতি দত্ত বলেন, “সংবিধানের অনুচ্ছেদ ১৯-এর ১-এর (এ) ধারায় আপনাকে যে অধিকার দেওয়া হয়েছে, আপনি তার অপব্যবহার করেছেন। অনুচ্ছেদ ২৫-এর অধীনে আপনার অধিকারেরও অপব্যবহার করেছেন আপনি। এখন আপনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য অনুচ্ছেদ ৩২-এর অধীনে আপনার অধিকার প্রয়োগ করছেন? আপনি যা বলেছেন তার পরিণাম জানেন? আপনি একজন সাধারণ মানুষ নন। আপনি একজন মন্ত্রী। আপনার পরিণাম জানা উচিত।”
বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে উদয়নিধি স্টালিনের প্রতিনিধিত্ব করেন। সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে উদয়নিধি স্ট্য়ালিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশ, কর্নাটক, বিহার, জম্মু ও কাশ্মীর এবং মহারাষ্ট্রে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন শীর্ষ আদালতে, সমস্ত এফআইআরগুলির একত্রিত করে শুনানি করার অনুরোধ করেন অভিষেক মনু সিংভি। সবকটি মামলা থেকে অব্যাহতির আবেদনও জানান। শীর্ষ আদালত এদিন কোনও রায় ঘোষণা করেনি। ১৫ মার্চ পর্যন্ত মামলাটি মুলতবি রেখেছে আদালত। তবে, মন্ত্রী হিসেবে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করায় উদয়নিধি স্ট্যালিনের তীব্র সমালোচনাও করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে এক সম্মেলনে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন। তিনি বলেছিলেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের বিরোধী। তাই এর নির্মূল করা উচিত। সনাতন ধর্মকে তিনি ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গেও তুলনা করেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। বিশেষ করে বিজেপি নেতারা তীব্র সমালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় বিজেপি দাবি করে, কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি সনাতন ধর্মাবলম্বীদের ‘গণহত্যা’র ডাক দিয়েছে।
উদয়নিধি স্টালিন পাল্টা জানান, তিনি সনাতন ধর্মাবলম্বীদের গণহত্যার আহ্বান জানাননি। তিনি যুক্তি দেন, বর্ণ ও ধর্মের ভিত্তিতে সামাজিক বিভাজনের কথা বলে সনাতন ধর্ম। এই ধর্ম একেবারেই সাম্য ও সামাজিক ন্যায়বিচার বিরোধী। সনাতন ধর্ম এবং সমাজের উপর এই ধর্মের নেতিবাচক প্রভাব সম্পর্কে পেরিয়ার এবং ড. বিআর আম্বেদকরের লেখাকে তিনি ঢাল হিসেবে উপস্থাপন করেন। তিনি আরও বলেছিলেন, আইনের আদালতে হোক বা জনগণের আদালতে হোক, তিনি যেকোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।