নয়া দিল্লি: আট দফা বৈঠকেও মেলেনি সমাধানসূত্র, উল্টে চড়েছে প্রতিবাদের সুর। এই পরিস্থিতির মাঝেই আজ, সোমবার কৃষক আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। তবে কৃষকদের সাফ কথা, একমাত্র কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের করলেই আন্দোলন তুলে নেওয়া হবে। অন্যথা সুপ্রিম কোর্ট মধ্যস্থতা করলেও হবে না কোনও লাভ।
একদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যেমন একাধিক আর্জি জমা পড়েছে সুপ্রিম কোর্টে, তেমনই প্যানডেমিক পরিস্থিতিতে কৃষক আন্দোলনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। আজ প্রধান বিচারপতি এস এ বোবদে (SA Bobde)-র বেঞ্চ কৃষক আন্দোলন সম্পর্কিত একাধিক মামলার শুনানি করবেন। এর আগেও কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রকে কার্যত ধমক দিয়েই আদালত জানিয়েছিল, এভাবে আলোচনার মাধ্যমে কোনও সমাধানে পৌঁছনো সম্ভব নয়। সেই সময় কেন্দ্রের তরফে জানানো হয়, দুই পক্ষের মধ্যে সুস্থ আলোচনা হচ্ছে। এর জবাবে শীর্ষ আদালত বলে, “আমরা পরিস্থিতি বুঝতে পারছি এবং আলোচনার জন্য উৎসাহও দিচ্ছি। আপনারা যদি সোমবার আবেদন জমা দেন, তবে মামলা মুলতুবি করা যেতে পারে।”
তবে আদালতের বিরুদ্ধে নিজেদের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। তাঁরা জানিয়েছেন, আন্দোলন থামানোর একমাত্র পথ হল কৃষি আইন প্রত্যাহার। এতে সুপ্রিম কোর্টের কোনও ভূমিকা নেই। অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির এক সদস্য জানান, কৃষি আইন নিয়ে সাংবিধানিক বিষয়ে সুপ্রিম কোর্ট দৃষ্টিপাত করতে পারে তবে নীতির বিষয় থেকে দূরে থাকাই শ্রেয়।
আরও পড়ুন: ‘কে বন্ধু, কে শত্রু চিনতেই পারলাম না’, জোট নিয়ে আক্ষেপ নীতীশের গলায়
গত ৭ জানুয়ারি কেন্দ্র ও কৃষকদের মধ্যে অষ্টম দফা বৈঠকেও কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতেই অনড় থাকায় কোনও রফাসূত্র মেলেনি। ১৫ জানুয়ারি ফের বৈঠকে বসবে দুই পক্ষ। এরইমাঝে কেন্দ্রের তরফে আন্দোলনকারী কৃষকদের জানানো হয়েছিল, আইন প্রত্যাহার করা ছাড়া অন্য কোনও দাবি থাকলে তা জানাতে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারেন আন্দোলনকারীরা। কিন্তু কৃষকরা সেই প্রস্তাবও ফিরিয়ে দেন।
এর আগে সুপ্রিম কোর্ট কৃষক আন্দোলন নিয়ে জানিয়েছিল, আন্দোলন করার অধিকার সকলেরই আছে। ফলে কৃষকরাও নিজেদের দাবি জানাতে আন্দোলন করতে পারে, তবে তা যেন শান্তিপূর্ণভাবে হয়। একইসঙ্গে কৃষকদের প্রধান বিচারপতি বলেন, “আমরা আপনাদের অবস্থা বুঝতে পারছি। তবে দিনের পর দিন কেবল পথে বসে থাকলেই দাবি পূরণ হবে না। সমাধানের জন্য প্রয়োজন আলোচনার। তাই আপনাদের আলোচনায় অংশ নিতে অনুরোধ করা হচ্ছে।”
সম্প্রতি দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাত নিয়েও একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রকে ধমক দিয়ে প্রশ্ন করে, “কৃষকরা কি করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত? আগেরবার থেকে কি শিক্ষা হয়নি আপনাদের? এখনই সতর্ক না হলে তবলিঘি জামাতের মতোই হাল হবে কৃষক আন্দোলন ঘিরেও।”
আরও পড়ুন: নির্বাচনের আগেই রাজ্য রাজনীতির হালহকিকত জানাতে শাহের সঙ্গে সাক্ষাৎ ইয়েদুরাপ্পার