‘কে বন্ধু, কে শত্রু চিনতেই পারলাম না’, জোট নিয়ে আক্ষেপ নীতীশের গলায়
বিজেপির সঙ্গে জোট নিয়ে আক্ষেপের সুরে নীতীশ কুমার বলেন, "কে বন্ধু, আর কে শত্রু, সেটাই বুঝতে পারিনি। এখন যখন পিছনে ফিরে তাকাই, তখন মনে হয় নির্বাচনের পাঁচ মাস আগেই আসন ভাগাভাগির হিসাব কষে নেওয়া উচিত ছিল। তাহলে আমরাই সুবিধা পেতাম।"
পটনা: নাগরিকপঞ্জি নিয়ে জোটসঙ্গীর বিরুদ্ধেই সুর চড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। সাফ জানিয়ে দিলেন, বিহারে এনআরসি (NRC) হতে দেবেন না তিনি। দুঃখ করে বললেন, “বন্ধু ও শত্রুর মধ্যে ফারাক করতে পারেননি”। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। এনআরসিকে ঘিরেই তবে কি বিহারে ভাঙতে পারে এনডিএ-জেডিইউ জোট?
অরুণাচল প্রদেশে দল ভাঙিয়ে ছয় বিধায়ককে বিজেপিতে টানার পর থেকেই কার্যত ক্ষেপে দিলেন নীতীশ কুমার। সেইসময় মুখ বন্ধ রাখলেও এনআরসি নিয়ে প্রশ্ন উঠতেই নাম না করেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি। জেডিইউ (JDU) প্রধান বলেন, “যদি কেউ বিহারে এনআরসি কার্যকর করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে জান-প্রাণ লড়িয়ে দেব আমরা।”
বিজেপির সঙ্গে জোট নিয়ে নির্বাচনের আগে থেকেই যে আক্ষেপ করছিল জেডিইউ, তা নানাসময়েই সামনে উঠে এসেছে। ফের একবার সেই ভুলের কথা মনে করেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নীতীশ কুমার বলেন, “কে বন্ধু, আর কে শত্রু, সেটাই বুঝতে পারিনি। এখন যখন পিছনে ফিরে তাকাই, তখন মনে হয় নির্বাচনের পাঁচ মাস আগেই আসন ভাগাভাগির হিসাব কষে নেওয়া উচিত ছিল। তাহলে আমরাই সুবিধা পেতাম।”
আরও পড়ুন: নির্বাচনের আগেই রাজ্য রাজনীতির হালহকিকত জানাতে শাহের সঙ্গে সাক্ষাৎ ইয়েদুরাপ্পার
সম্প্রতি বিহার নির্বাচনে জেডিইউ-র আসন সংখ্যা কমে যাওয়া নিয়ে দলের নেতারাও বিজেপিকেই দোষারোপ করছেন। প্রাক্তন মন্ত্রী জয় কুমার সিং বলেন, “আমরা এলজেপির জন্য হারিনি। আমাদের হারের নেপথ্যে হাত ছিল বিজেপিরই। আমার নির্বাচনী কেন্দ্রে তো স্লোগান ছিল এলজেপি-বিজেপি ভাই-ভাই। এতেই সমস্ত বিষয়টা স্পষ্ট হয়ে যায়।”
বিহার নির্বাচনে জোটবদ্ধ সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও জেডিইউ-র অভিযোগ ছিল, লোকচক্ষুর আড়ালে বিজেপি ও আরজেডি হাত মিলিয়েছে। এরফলেই বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে হারতে হয়েছে নীতীশের দলকে। সেই সুযোগেই সংখ্যাগরিষ্ঠ একক দলের তকমা পেয়ে গিয়েছে বিজেপি।
বিজেপির প্রতিশ্রুতি মতোই মুখ্যমন্ত্রীর পদে নীতীশ কুমার বসলেও দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। অরুণাচল প্রদেশে বিধায়ক ভাঙানোর ঘটনা সামনে আসতেই আরজেডি (RJD)-র তরফে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, যদি তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়, তবে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করবে আরজেডি। যদিও জনতা দলের তরফ থেকে এই প্রস্তাবের কোনও জবাব দেওয়া হয়নি।
আরও পড়ুন: পুরী মন্দিরে প্রবেশে আর লাগবে না কোভিড নেগেটিভ রিপোর্ট, কবে থেকে কার্যকর এই নিয়ম?