Former CJI DY Chandrachud: সরকারি বাংলো ছাড়ছেন না প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়! কেন্দ্রকে চিঠি লিখল সুপ্রিম কোর্ট
Former CJI DY Chandrachud: গত বছরের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন ডিওয়াই চন্দ্রচূড়। পদে থাকাকালীন তিনি টাইপ-৮ বাংলো পেতেন। অবসরের পর প্রধান বিচারপতিরা সর্বাধিক ৬ মাস টাইপ-৭ সরকারি বাংলোয় থাকতে পারেন।

নয়া দিল্লি: অবসরের পরও সরকারি বাসভবন ছাড়েননি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধানমন্ত্রী ডিওয়াই চন্দ্রচূড়। এখনও থাকছেন কৃষ্ণা মেনন মার্গের বাংলোয়, যা প্রধান বিচারপতির জন্য বরাদ্দ। এবার কেন্দ্রকে চিঠি লিখল সুপ্রিম কোর্ট। দ্রুত বাংলো ফাঁকা করে সুপ্রিম কোর্টের হাউসিং পুলে ফিরিয়ে দিতে বলা হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন ডিওয়াই চন্দ্রচূড়। পদে থাকাকালীন তিনি টাইপ-৮ বাংলো পেতেন। অবসরের পর প্রধান বিচারপতিরা সর্বাধিক ৬ মাস টাইপ-৭ সরকারি বাংলোয় থাকতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসরের পরও ৮ মাস টাইপ-৮ বাংলোয় থাকছিলেন। তাঁর পরবর্তীতে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও প্রধান বিচারপতি বিআর গভাই- কেউই সরকারি বাংলোয় থাকেননি।
তবে গত ১ জুলাই, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হাউসিং মন্ত্রকে চিঠি লিখে অবিলম্বে ওই বাংলো খালি করার আবেদন জানায়।
সুপ্রিম কোর্টে মোট বিচারপতি ক্ষমতা ৩৪। বর্তমানে প্রধান বিচারপতি বিআর গভাই সহ মোট ৩৩ জন বিচারপতি রয়েছেন। এর মধ্যে সুপ্রিম কোর্টের ৪ জন বিচারপতি এখনও সরকারি আবাসন পাননি, তিনজন বিচারপতি ট্রানজিট অ্য়াপার্টমেন্টে থাকছেন। আরেক বিচারপতি রাজ্য সরকারি গেস্ট হাউসে থাকছেন।
সরকারি বাংলো না ছাড়ার প্রসঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান যে ব্যক্তিগত কারণে তিনি এখনও বাংলো ছাড়তে পারেননি। সুপ্রিম কোর্টকেও এই বিষয়ে জানিয়েছেন।
উল্লেখ্য, ডিওয়াই চন্দ্রচূড়ের দুই কন্যা বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের জন্য বিশেষ কিছু সুবিধার প্রয়োজন বাড়িতে। সেই কারণেই গত ফেব্রুয়ারি থেকে তিনি বাড়ি খুঁজছেন। তবে ঠিকঠাক কোনও বাড়ি পাননি তিনি।
গত ২৮ এপ্রিলও তিনি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকেও বাড়ি খোঁজার বিষয়ে জানিয়ে ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু সেই চিঠির কোনও জবাব পাননি। বর্তমান প্রধান বিচারপতি বিআর গভাইকে আশ্বাস দিয়েছেন যে দ্রুত বাংলো ছেড়ে দেবেন।
সরকারের তরফে একটি ভাড়া বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, তবে সেই বাংলো দুই বছর ধরে ব্যবহার না হওয়ায় বর্তমানে তার সংস্কার করা হচ্ছে। সংস্কারের কাজ শেষ হলেই তিনি চলে যাবেন।





