Manipur violence: মণিপুরে অশান্তির পিছনে প্রতিবেশী ২ দেশের জঙ্গিদের ‘ষড়যন্ত্র’, ধৃত ১ সন্দেহভাজন
NIA: টুইট-পোস্টে এনআইএ আরও জানিয়েছে, জঙ্গি হিসাবে অভিযুক্ত সেইমিনলুন গ্যাংতে মায়ানমার এবং বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের নেতৃত্বের সঙ্গে ষড়যন্ত্র করে, মণিপুরে জাতিগত অস্থিরতাকে কাজে লাগিয়ে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে।
ইম্ফল: গত কয়েকমাস ধরে অশান্তি চলার পর সবেমাত্র কিছুটা স্থিতি ফিরেছিল। এর মধ্যে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। তবে এই হিংসার পিছনে কেবল জাতিগত হিংসা নয়, রয়েছে জঙ্গিদের ষড়যন্ত্র। সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই অভিযোগে শনিবার সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতারও করেছেন এনআইএ গোয়েন্দারা। ধৃত এই সন্দেহভাজন জঙ্গি প্রতিবেশী দুই দেশের জঙ্গিনেতাদের সঙ্গে যুক্ত এবং মণিপুরে অশান্তি ছড়ানোর পিছনে রয়েছে বলেও এনআইএ সূত্রে খবর। ঘটনার তদন্তে ধৃতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে।
এনআইএ সূত্রে খবর, ধৃত সন্দেহভাজন জঙ্গির নাম সেইমিনলুন গ্যাংতে। মণিপুরের পার্বত্য জেলা, চূরাচাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মায়ানমার ও বাংলাদেশে জঙ্গি নেতাদের সঙ্গে গ্যাংতের যোগ রয়েছে এবং মণিপুরে সংকটের সময় সেই সন্ত্রাসী যোগ কাজে লাগিয়ে আরও অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। টুইট-পোস্টে এনআইএ আরও জানিয়েছে, জঙ্গি হিসাবে অভিযুক্ত সেইমিনলুন গ্যাংতে মায়ানমার এবং বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের নেতৃত্বের সঙ্গে ষড়যন্ত্র করে, মণিপুরে জাতিগত অস্থিরতাকে কাজে লাগিয়ে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। যদিও গ্যাংতে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা স্পষ্ট করেনি এনআইএ।
পুলিশ সূত্রে খবর, গত ২২ জুন মণিপুরের কাওয়াকটায় গাড়ি বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত গ্যাংতে। প্রশিক্ষিত জঙ্গির মতোই হামলাটি চালানো হয়েছিল বলে পুলিশের দাবি।