নজরে ভুয়ো ভ্যাকসিন, রাজ্যের চাপ বাড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর

ঋদ্ধীশ দত্ত |

Jul 01, 2021 | 8:08 PM

Suvendu Adhikari: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন। এরপর তাৎপর্যপূর্ণভাবে সাক্ষাৎ করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গেও।

নজরে ভুয়ো ভ্যাকসিন, রাজ্যের চাপ বাড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: রাতে দিল্লিতে পৌঁছে সকাল থেকেই চূড়ান্ত তৎপরতা শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের একদিন আগে রাজধানীতে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন। এরপর তাৎপর্যপূর্ণভাবে সাক্ষাৎ করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর এই মুহূর্তে একটি বৈঠক শুরু হতে চলছে দিল্লির নির্মাণ ভবনে।

সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা পরেই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়। সূত্রের খবর, প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয় এই বৈঠক। সেখান থেকে বেরিয়ে দিল্লির ১০ আকবর রোডের বাড়িতে সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন শুভেন্দু। মিনিট ১৫ বৈঠক চলে। আদালতে যখন নন্দীগ্রাম নিয়ে মামলা চলছে ঠিক সেই সময় সলিসিটর জেনারেলের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ যথেষ্ট ইঙ্গিতবাহী। পাশাপাশি তুষার মেহেতাই বর্তমানে কেন্দ্রের হয়ে নারদ মামলা লড়ছেন হাইকোর্টে। ফলে এই সাক্ষাতের গুরুত্ব অপরিসীম বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটি বড় অংশ।

আরও পড়ুন: মমতার অভিযোগের পরদিনই কেন মারা গেলেন জৈন হাওয়ালা কাণ্ডের মাথা? প্রশ্ন তৃণমূলের

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক। সূত্র জানাচ্ছে, বিকেল সাড়ে ৫ টা থেকে এই বৈঠক শুরু হবে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুভেন্দুর তোলা অভিযোগের ভিত্তিতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার একদিনের মাথায় শুভেন্দুই সশরীরে পৌঁছে গেলেন হর্ষবর্ধনের দফতরে। এই সাক্ষাতের রাজনৈতিক শিকড় অনেকটাই গভীরে বলে মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলা: জবাব চেয়ে নোটিস কেন্দ্র, রাজ্য, নির্বাচন কমিশনকে

Next Article