বাইকে চেপে এসে একের পর এক কুড়ুলের কোপ, ভরা রাস্তায় খুন বিএসপি সভাপতি

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 06, 2024 | 6:21 AM

BSP President Murdered: বাড়ির সামনেই দাঁড়িয়ে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলছিলেন সে রাজ্যের বিএসপি সভাপতি কে আর্মস্ট্রং। হঠাৎই বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। কুড়ুল দিয়ে হামলা চালায় আর্মস্ট্রংয়ের উপরে। হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

বাইকে চেপে এসে একের পর এক কুড়ুলের কোপ, ভরা রাস্তায় খুন বিএসপি সভাপতি
রাস্তায় খুন বিএসপি রাজ্য সভাপতি কে আর্মস্ট্রং।
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: ভরা রাস্তায় খুন বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party)-র তামিলনাড়ু সভাপতি। শুক্রবার তামিলনাড়ুর চেন্নাইয়ে বিএসপি নেতা কে আর্মস্ট্রং (K Armstrong)-র উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর বাড়ির সামনেই বাইক নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। ৬ জন দুষ্কৃতী মিলে ভরা রাস্তায় বিএসপি নেতার উপরে একের পর এক কুড়ুলের কোপ বসায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএসপি প্রধান মায়াবতী (Mayawati)।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় তামিলনাড়ুর চেন্নাইয়ে বাড়ির সামনেই দাঁড়িয়ে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলছিলেন সে রাজ্যের বিএসপি সভাপতি কে আর্মস্ট্রং। হঠাৎই বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। কুড়ুল দিয়ে হামলা চালায় আর্মস্ট্রংয়ের উপরে। হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ক্ষত-বিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, অভিযুক্তরা খাবার ডেলিভারি বয় সেজে এসেছিল। তবে পুলিশ এখনও এই বিষয়ে কিছু জানায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বদলা নেওয়ার জন্য খুন করা হতে পারে বিএসপি সভাপতি। গত বছর গ্যাংস্টার আরকট সুরেশের হত্যার সঙ্গে গতকালের নৃশংস ঘটনার যোগ রয়েছে বলেই অনুমান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, দলের রাজ্য সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মায়াবতী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির সভাপতি কে আর্মস্ট্রংয়ের নৃশংস হত্যা অত্যন্ত নিন্দনীয়। পেশায় আইনজীবী আর্মস্ট্রং রাজ্য়ে দলিতদের কণ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। রাজ্য সরকারকে অভিযুক্তদের অবশ্যই কঠোর শাস্তি দিতে হবে।”

অন্যান্য বিরোধী দলগুলিও রাজ্যের শাসক দল ডিএমকে-কে আক্রমণ করেছে রাজ্যে ক্রমে অবনতি হওয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিরোধী দলনেতা ই পালানিস্বামী বলেন, “যেখানে একটি জাতীয় দলের রাজ্য সভাপতিই খুন হয়ে যাচ্ছেন, সেখানে আমি কি বলব? রাজ্যে আইন-শৃঙ্খলার লজ্জাজনক অবস্থা। পুলিশ বা আইন নিয়ে কোনও ভীতিই নেই।”

Next Article