Tamil Nadu Murder Case: পর পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহ! জেল থেকে বেরিয়েই স্ত্রী’কে ছুরি মেরে খুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 26, 2022 | 2:24 PM

Murder Case: পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত সেলভারাজা নামের ওই ব্যক্তি পেশায় দিন মজুর এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত।

Tamil Nadu Murder Case: পর পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহ! জেল থেকে বেরিয়েই স্ত্রীকে ছুরি মেরে খুন
প্রতীকী চিত্র

Follow Us

কারুর: বৃহস্পতিবার তামিলনাড়ুতে (Tamil Nadu) এক মারাত্মক খুনের ঘটনা (Murder Case) ঘটেছে। ২৫ অগস্ট তামিলনাড়ুর কারুরে এক মহিলাকে ছুরি দিয়ে হত্যা করেছে তাঁর স্বামী। অভিযুক্ত ব্যক্তি পলাতক বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এর আগেও খুনের দায়ে জেলে ছিল এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত সেলভারাজা নামের ওই ব্যক্তি পেশায় দিন মজুর এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত। সত্য নামের নিহত মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। এমনকী তাদের দুই সন্তানও রয়েছে বলেই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে সবসময় সন্দেহ করত এবং সেই নিয়ে প্রায়শই দম্পতির মধ্যে ঝগড়া হত।

ঘটনার দিন কাজ থেকে ফিরে আসার পর স্বামীর সঙ্গে ঝগড়া হয় সত্যর। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছে স্ত্রীয়ের পেটে মারাত্মকভাবে আঘাত করে সেলভারাজা। সঙ্গে সঙ্গে আক্রান্ত মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুনের মামলার রুজু করে তদন্তে নামে কারুর থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেলভারাজা ওরফে শিবার অতীতে অপরাধের রেকর্ড রয়েছে। খুনের মামলায় সে দীর্ঘদিন জেলবন্দি ছিল, এমনকী তাঁর বিরুদ্ধে আরও বেশ কিছু গুরুতর মামলাও রয়েছে। সম্প্রতি জামিনে সে জেল থেকে ছাড়া পেয়েছিল। পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Next Article