Suicide: প্রেমিকাকে ভয় দেখাতে গলায় দড়ি দিয়েছিলেন গায়ক, অভিনয়ই সত্যি হয়ে গেল এক নিমেষে…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 21, 2022 | 10:16 AM

Suicide: মৃত ওই ব্যক্তি পেশায় গায়ক ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তিন সন্তানও রয়েছে তাঁর। তবে যে ব্যান্ডের হয়ে তিনি গান গাইতেন, তারই এক মহিলা সদস্যের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

Suicide: প্রেমিকাকে ভয় দেখাতে গলায় দড়ি দিয়েছিলেন গায়ক, অভিনয়ই সত্যি হয়ে গেল এক নিমেষে...
প্রতীকী ছবি

Follow Us

চেন্নাই: ভয় দেখাতে চেয়েছিলেন প্রেমিকাকে, মোবাইলে রেকর্ডও করছিলেন গোটা ঘটনা। কিন্তু মজাই যে মৃত্যুর কারণ হয়ে উঠবে, তা ভাবতেও পারেননি বছর ৪২-র গায়ক। প্রেমিকাকে ভয় দেখানোর জন্য গলায় দড়ি দেওয়ার অভিনয় করতে গিয়ে, দুর্ঘটনাবশত সত্যিই মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেল্লোর জেলায়। জানা গিয়েছে, রাজা নামক ওই ব্যক্তি তাঁর প্রেমিকাকে ভয় দেখাতে চেয়েছিলেন, কিন্তু সত্যি সত্যিই তাঁর গলায় ফাঁস লেগে যায়। প্রেমিকা গিয়ে দেখেন, ঘরের সিলিং থেকে ঝুলছেন ওই গায়ক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি পেশায় গায়ক ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তিন সন্তানও রয়েছে তাঁর। তবে যে ব্যান্ডের হয়ে তিনি গান গাইতেন, তারই এক মহিলা সদস্যের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরেই পরিবারকে ছেড়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছিলেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে, শনিবার প্রেমিকার সঙ্গে মজা করার জন্যই তিনি ভয় দেখানোর পরিকল্পনা করেন। সেই মতোই ঘরের এক কোণে মোবাইলে গোটা ঘটনাটি রেকর্ড করছিলেন তিনি। প্রেমিকার সঙ্গে ঝগড়া করে পাশের ঘরে আত্মহত্যার অভিনয় করতে গিয়েই ভুলবশত বেশি জোরেই ফাঁস দিয়ে ফেলেন গলায়। প্রেমিকা যতক্ষণে পাশের ঘরে যান, ততক্ষণে মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে ওই ব্যক্তির প্রেমিকাই ফোন করে পুলিশে খবর দেন। ইতিমধ্যেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ফোনটিও।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই তাঁর প্রেমিকার সঙ্গে ঝগড়া শুরু করেন। তাঁর প্রেমিকা চিত্রা সেই সময়  শুয়েছিলেন। আচমকাই ওই ব্যক্তি জানান, তিনি নিজের জীবন শেষ করে দিতে চলেছেন। এরপরই তিনি ঘরের কোণায় রাখা মোবাইল ফোন নিয়ে পাশের ঘরে চলে যান। সেখানে হাসিমুখেই একটি টেবিলের উপরে মোবাইল ফোনটি রেখে তিনি গলায় ফাঁস দেওয়ার অভিনয় করেন। কয়েক মিনিটের মধ্যেই ঘরে আসেন চিত্রা। কিন্তু ততক্ষণে বিপত্তি ঘটে গিয়েছে। তিনি ওই ব্যক্তির মুখের ভাবভঙ্গি দেখেই বুঝতে পারেন গলার ফাঁসে দমবন্ধ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে গলার ফাঁস খুলে ওই ব্যক্তিকে নামানোর চেষ্টা করলেও, ব্যর্থ হন। এরপরই তিনি পুলিশে খবর দেন। পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ভেলোর হাসপাতালে পাঠিয়েছেন ময়নাতদন্তের জন্য।

Next Article