হায়দরাবাদ: পরিবার পরিকল্পনায় সাহায্য করে কন্ডোম। কিন্তু, রাজনীতির মঞ্চে কন্ডোমের কী ভূমিকা? সামনেই লোকসভা নির্বাচন। তারপর, চলতি বছরে অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচন। এই জোড়া নির্বাচনের আগে, অন্ধ্রে গেলে মনে এই প্রশ্ন জাগতেই পারে। আসলে, জোড়া নির্বাচনের আগে, দক্ষিণী এই রাজ্যে ভোট প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে কন্ডোম। শাসক এবং বিরোধী, দুই পক্ষই দলের নাম ও প্রতীক দেওয়া প্যাকেট প্যাকেট কন্ডোম বিলি করছেন। লোকজনকে ডেকে ডেকে হাতে ধরিয়ে দিচ্ছেন কন্ডোমের প্যাকেট। এই কন্ডোম বিতরণ নিয়ে রাজ্যে তৈরি হয়েছে বড় বিতর্ক।
সম্প্রতি, অন্ধ্রের ভোট প্রচারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপটিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি, তাদের দলের প্রতীক, সিলিং ফ্যান এবং দলের নাম লেখা একটি নীল রঙের কন্ডোমের প্যাকেট বিতরণ করছেন। তবে শুধু শাসক দলই নয়, একইভাবে কন্ডোম বিতরণ করছে এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টিও। তাদের কন্ডোমের প্যাকেটের রঙ হলুদ। সেই প্যাকেটেও রয়েছে টিডিপি দলের নাম, সঙ্গে রয়েছে দলের প্রতীকও। ঘরে ঘরে প্রচারে যাচ্ছেন যখন কর্মীরা, তখন দলের নির্বাচনী ইস্তাহার ও অন্যান্য নথির সঙ্গে এই কন্ডোমের প্যাকেটগুলিও দেওয়া হচ্ছে।
Andhra Pradesh: Condom packet videos with Political symbols go viral ahead of 2024 Elections. pic.twitter.com/b1tiHlszOK
— IANS (@ians_india) February 22, 2024
মজার বিষয় হল, দুই দলই কন্ডোম বিতরণ করলেও, দুই দলই এর জন্য একে অপরের সমালোচনায় মেতেছে। টিডিপির সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় ওয়াইএসআর কংগ্রেস লিখেছে, “দলীয় প্রচারের জন্য মানুষের মধ্যে কন্ডোম বিতরণ করা, এটা কি ধরনের পাগলামি? একে প্রচার করা বলে? ওরা কি এরপর ভায়াগ্রা দেওয়াও শুরু করবে? অন্তত সেখানেই থেমে যাবেন। তার নীচে নামবেন না।” জবাবে, ওয়াইএসআর কংগ্রেসের লোগো দেওয়া কন্ডোমের একটি প্যাকেটের ছবি শেয়ার করে টিডিপি বলেছে, “এটাই কি ওদের নির্বাচনী প্রস্তুতি? যা নিয়ে গর্ব করে দলটি?”
ভারতে খয়রাতির রাজনীতি নতুন নয়। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বারবার খয়রাতির রাজনীতি বন্ধের ডাক দিয়েছেন। এর আগে, ভোট পেতে বহু রাজনৈতিক দলকে নগদ টাকা, মদ, টিভি, মোবাইল, সাইকেল, স্কুটার বিতরণ করতে দেখা গিয়েছে। অনেক সময় ভোটের দিন ভোটারদের মাংস-ভাত বা বিরিয়ানি খাওয়াচ্ছে রজনৈতিক দলগুলি, এমন দৃশ্যও দেখা গিয়েছে। কিন্তু সবকিছু ছেড়ে কেন কন্ডোম বিলি করছে অন্ধ্রের রাজনৈতিক দলগুলি? এর কোনও যুক্তিযুক্ত উত্তর পাওয়া যায়নি। তবে, এক টিডিপি কর্মী বলেছেন, “মানুষকে কন্ডোম দিলে বাচ্চা কম হবে। যদি আরও বেশি বাচ্চা হয়, তবে আরও অর্থ বিতরণ করতে হবে৷ সেই কারণেই এই কন্ডোমগুলি বিতরণ করা হচ্ছে৷”