Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ১০ টাকায় গরমাগরম চা, নেপথ্যে আপ সাংসদের হাত?

Raghav Chadha: শীতকালীন অধিবেশনে আপ সাংসদ রাঘব চাড্ডা বিমানবন্দরের নানা সমস্যা নিয়ে কথা বলেছিলেন। খাবারের অতিরিক্ত দাম থেকে দীর্ঘ লাইন ও চড়া টিকিটের দামের কারণে যাত্রীদের ভোগান্তির কথা তুলে ধরেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তা বহু প্রশংসাও কুড়োয়।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ১০ টাকায় গরমাগরম চা, নেপথ্যে আপ সাংসদের হাত?
রাঘব চাড্ডার কারণেই কম দামে চা মিলছে বিমানবন্দরে?Image Credit source: PTI & Pixabay
Follow Us:
| Updated on: Dec 23, 2024 | 6:46 AM

নয়া দিল্লি: শুধু পাড়ার ঠেকে নয়, এবার বিমানবন্দরেও ১০ টাকায় চা! অন্য কোনও রাজ্যে নয়, নিজের রাজ্যেই, কলকাতা বিমানবন্দরে পাওয়া যাচ্ছে ১০ টাকায় চা। সাধ্যের মধ্যেই থাকছে অন্যান্য খাবারের দামও। সৌজন্যে উড়ান যাত্রী ক্যাফে।

এয়ারপোর্টে এক বোতল জল কিনতেও অনেককে দু’বার ভাবতে হয়। খাবার বা চা-কফি তো ২০০-৩০০ টাকার নীচে পাওয়াই যায় না। এই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। আর তাঁর আর্জির পরই খুলল উড়ান যাত্রী ক্যাফে। আপ সাংসদের দাবি, তাঁর উদ্যোগেই বিমানবন্দরে খাবার ও পানীয় জলের দাম কমানোর ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে।

এক্স হ্যান্ডেলে রাঘব চাড্ডা পোস্ট করেন, “পরিবর্তন দেখতে পেয়ো খুশি! শীতকালীন অধিবেশনে আমি  বিমানবন্দরে খাবারের দামের ইস্যুটি তুলে ধরার পরই কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমানো হয়েছে। এটা আমাদের নাগরিকদের জয় এবং এই পরিবর্তনের প্রধান কারণ হতে পেরে আমি গর্বিত। আশা করি অন্যান্য বিমানবন্দরও এই উদাহরণ অনুসরণ করবে এবং খাবারের দাম সাধ্যের মধ্যে রাখবে। আগামী অধিবেশনে কোন ইস্যু তুলে ধরব আমি?”

প্রসঙ্গত, কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের তরফে পাইলট প্রকল্প হিসাবেই কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান যাত্র ক্যাফে খোলা হয়েছে, যেখানে কম দামে খাবার ও পানীয় পাওয়া যাচ্ছে। যদি এই প্রকল্প সফল হয়, তবে অন্যান্য বিমানবন্দরেও এই ক্যাফে খোলা হবে।

এবারের শীতকালীন অধিবেশনে আপ সাংসদ রাঘব চাড্ডা বিমানবন্দরের নানা সমস্যা নিয়ে কথা বলেছিলেন। খাবারের অতিরিক্ত দাম থেকে দীর্ঘ লাইন ও চড়া টিকিটের দামের কারণে যাত্রীদের ভোগান্তির কথা তুলে ধরেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তা বহু প্রশংসাও কুড়োয়।