Murder: বিয়ের প্রস্তাবে ‘না’, স্কুলের মধ্যেই শিক্ষিকার উপর ঝাঁপিয়ে পড়ল যুবক, তারপর…
Murder: ঘটনার নিন্দা করেছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পোয়ামিঝি। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "এই ঘটনার তীব্র নিন্দা করছি। শিক্ষক-শিক্ষিকাদের উপর হিংসা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।"
চেন্নাই: ক্লাস চলছে। পড়ুয়ারা পড়াশোনায় ব্যস্ত। আচমকা স্কুল চত্বরেই এই শিক্ষিকার উপর ঝাঁপিয়ে পড়ল এক যুবক। অস্ত্র দিয়ে শিক্ষিকার গলায় আঘাত করল। শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তাঁর। মৃত শিক্ষিকার নাম রামানি। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থানজাভুরে। মাধান নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কিন্তু, স্কুল চত্বরে কেন শিক্ষিকার উপর হামলা চালাল ওই যুবক? পুলিশ জানিয়েছে, বছর ছাব্বিশের রামানিকে ভালবাসত বছর তিরিশের মাধান। রামানির পরিবারের সঙ্গে বিয়ের কথা বলার জন্য নিজের পরিবারকে পাঠিয়েছিল সে। সম্প্রতি দুই পরিবার এই নিয়ে আলোচনায় বসে। কিন্তু, মাধানকে বিয়ে করতে চাননি রামানি। বিয়ের প্রস্তাব নাকচ করে দেন।
সেই রাগেই এদিন ধারালো অস্ত্র হাতে স্কুলে ঢুকে পড়ে মাধান। স্কুলচত্বরেই রামানির উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গলা কেটে যায় রামানি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এই খবরটিও পড়ুন
ঘটনার নিন্দা করেছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পোয়ামিঝি। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এই ঘটনার তীব্র নিন্দা করছি। শিক্ষক-শিক্ষিকাদের উপর হিংসা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৃত শিক্ষিকার পরিবারকে আমরা সমবেদনা জানাই।” এই ঘটনায় পড়ুয়াদের মনে যাতে কোনও প্রভাব না পড়ে, সেজন্য ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সোশ্