News9 Global Summit: গ্লোবাল সামিটের মঞ্চে ভারত-জার্মান সম্পর্কের মালা গাঁথবেন কেন্দ্রীয় মন্ত্রী
News9 Global Summit: তিন দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন 'India & Germany: Connected for Durable Growth' এই বিষয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
২১ নভেম্বর থেকেই শুরু হবে News9 গ্লোবাল সামিট। আগামী ২১-২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্ট শহরে অনুষ্ঠীত হবে ‘India and Germany: A roadmap for sustainable growth’ শীর্ষক বিশ্ব শীর্ষ সম্মেলন। TV9 নেটওয়ার্ক দ্বারা আয়োজিত তিন দিনের এই সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ নভেম্বর ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘India: Inside the Global Bright Spot’ এই বিষয়ের উপরেই বক্তব্য রাখবেন তিনি।
শীর্ষ সম্মেলন সম্পর্কে টিভি 9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুন দাস বলেন, “ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ এবং ভারতের দীর্ঘদিনের সহযোগী জার্মানি, এই শীর্ষ সম্মেলনের জন্য উপযুক্ত। ব্যবসা, প্রযুক্, রাজনীতি, সমাজ এবং সংস্কৃতি ক্ষেত্রে অগ্রগতির জন্য এবং সেখানে নেতৃত্ব দিতেই গুরুত্বপূর্ণ ভারত এবং জার্মানির এই যৌথ উদ্যোগ।”
তিন দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন ‘India & Germany: Connected for Durable Growth’ এই বিষয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভারত-জার্মানির মধ্যে এক শক্তিশালী বোঝাপড়া গড়ে তোলার বিষয়ে বক্তব্য রাখবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রযুক্তি, পরিকাঠামো এবং টেকসই উন্নয়নের বিষয়টিও তুলে ধরবেন তিনি। ‘ইন্দো-জার্মান’এই জোটের ফলে দুই দেশ কী ভাবে একসঙ্গে উন্নতি করতে পারবে এবং কেন তা দুই দেশের জন্য লাভজনক তাও তুলে ধরবেন তিনি।
সম্মেলনের দ্বিতীয় দিনেও বক্তব্য রাখতে দেখা যাবে কেন্দ্রীয় মন্ত্রীকে। দ্বিতীয় দিনে ‘India: The Biggest Turnaround Story’ শীর্ষক বিষয়ে মন্তব্য রাখবেন সিন্ধিয়া। ভারতের অর্থনীতির আমূল পরিবর্তন, ঝড়ের গতিতে তার এগিয়ে চলা এবং তার নেপথ্য কারণ নিয়েই সিন্ধিয়া কথা বলবেন এই সেশনে।
তবে এই সেশনের অন্যতম আকর্ষণ হল এই সেশনে বক্তব্য রাখবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও।