Mandarmani: কী হবে মন্দারমণির ভবিষ্যৎ? ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে পাবেন তো? মমতার নির্দেশে বসছে বৈঠক

Mandarmani: এদিকে আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 'হোটেলস অ্যাসোসিয়েশনে'র করা মামলার শুনানি রয়েছে। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ নিয়েই ওই মামলা হয়েছিল।

Mandarmani: কী হবে মন্দারমণির ভবিষ্যৎ? ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে পাবেন তো? মমতার নির্দেশে বসছে বৈঠক
ফাইল ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2024 | 7:13 PM

মন্দারমণি: বাঙালির অন্যতম পছন্দের পর্যটনস্থল মন্দারমণিতে একাধিক হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বেগ বেড়েছে ব্যবসায়ীদের। শুধুমাত্র হোটেল নয়, হোটেলের আশপাশে গড়ে ওঠা দোকান নিয়েও ব্যবসায়ীরা চিন্তায় রয়েছেন। এবার সেই মন্দারমণি নিয়েই দ্রুত বৈঠকে বসতে চলেছে রাজ্য প্রশাসন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। এরপরই মুখ্যসচিব মনোজ পন্থ এই সংক্রান্ত যাবতীয় অংশীদারদের সঙ্গে প্রাথমিক সমন্বয় সাধনের কাজ শুরু হয়েছে। শীঘ্রই বৈঠকের দিনক্ষণ ঠিক করে জানিয়ে দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে সমস্ত অংশীদারদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকেও উপস্থিত থাকতে বলা হচ্ছে।

রাজ্য প্রশাসনের সদর দফতরকে অন্ধকারে রেখে কেন হোটেল, রিসর্ট এবং হোমস্টে ভাঙার নির্দেশ জারি করা হল, তা নিয়ে জানতে চাওয়া হবে বলেই প্রশাসনিক সূত্রের খবর। এদিকে আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ‘হোটেলস অ্যাসোসিয়েশনে’র করা মামলার শুনানি রয়েছে। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ নিয়েই ওই মামলা হয়েছিল। ওইদিন বিচারপতিরা কী পর্যবেক্ষণ দেন, সেদিকে তাকিয়ে আছে ব্যবসায়ী থেকে প্রশাসন। আদালতের নির্দেশ বা পর্যবেক্ষণ সামনে আসার পর বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে নবান্ন সূত্রের খবর।