প্লাস্টিকের বোতল গলিয়ে রাস্তার আস্তরণ, বর্ধমানের এই রাস্তায় যেন বিছানো সবুজ গালিচা
Burdwan: জানা গিয়েছে, পিচের রাস্তা তৈরির পর উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ। একদিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে, অন্যদিকে রঙিন রাস্তা শোভাও বাড়াচ্ছে গ্রামের।
বর্ধমান: সবুজে ঘেরা ঘন জঙ্গলের ভিতরে সবুজ রাস্তা। এ যেন এক ‘সবুজ দ্বীপ’! ঠিক যেন ঘাসের কার্পেট বিছানো রয়েছে রাস্তায়। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে এমনই সবুজ রঙের রাস্তা তৈরি করে এলাকায় চমক দিয়েছে আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েত। শুধু দৃষ্টিনন্দন তাই নয়, এই রাস্তায় ব্যবহার করা হয়েছে বিশেষ উপকরণ। যার ফলে রাস্তার আয়ুও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দ করা টাকায় অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এস টি পাড়া পর্যন্ত গ্রিন সিল সহ বিটুমিনের রাস্তা তৈরি করা হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার টাকা।
জানা গিয়েছে, পিচের রাস্তা তৈরির পর উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ। একদিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে, অন্যদিকে রঙিন রাস্তা শোভাও বাড়াচ্ছে গ্রামের।
আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রিন সিল কোড তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, আরও বেশি জায়গায় এই রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর এই ধরনের অভিনব উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। আউশগ্রামের গেড়াই গ্রামের বাসিন্দা যুব তৃণমূল কর্মী শেখ সঞ্জু বলেন, “কালিকাপুর ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে ৬০০-র বেশি সিনেমার শুটিং হয়েছে। অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। তাই এই অভিনব রাস্তা নতুন মাত্রা দিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা ছবি।”