Physically asault: বাবার সহকর্মীদের গণধর্ষণের শিকার হয়ে গর্ভবতী নাবালিকা দুই বোন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 31, 2023 | 8:39 PM

Physicaly Abuse: ফাঁকা বাড়ির সুযোগেই সাপ্পি ও শুভান প্রথমে বড় বোন ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে এবং কয়েক মাস পর ১৩ বছরের ছোট বোনটিও তাদের লালসার শিকার হয় বলে অভিযোগ।

Physically asault: বাবার সহকর্মীদের গণধর্ষণের শিকার হয়ে গর্ভবতী নাবালিকা দুই বোন
প্রতীকী ছবি।

Follow Us

জয়পুর: বাবা ইট ভাটার কর্মী। তাঁর দুই সহকর্মীর ধর্ষণের শিকার হয়েছে নাবালিকা দুই বোন। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে দুই বোনকে হুঁশিয়ারি দিয়েছিল অভিযুক্তরা। ফলে ঘটনাটি মুখ বুজে সহ্য করে নিয়েছিল ১৫ বছর ও ১৩ বছরের দুই কিশোরী। কিন্তু, ঘটনাটি শেষ পর্যন্ত চাপা রইল না। গণধর্ষণের শিকার হওয়া দুই বোন বর্তমানে গর্ভবতী। স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়েছে দিনমজুর পরিবারের। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতাদের পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) আলোয়ার জেলায়।

পুলিশ জানায়, আলোয়ার জেলায় এনইবি থানা এলাকার একটি ইট ভাটার ২ কর্মী ওই দুই বোনকে গণধর্ষণ করে। তারা দুই কিশোরীকে নির্বিচারে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ শুরু করেছে এনইবি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা দুই কিশোরীর বাবার সঙ্গেই স্থানীয় ইট ভাটায় দিনমজুরের কাজ করত ২ অভিযুক্ত। সেই সূত্রে নির্যাতিতাদের বাড়িতে যাতায়াত ছিল তাদের। ফাঁকা বাড়ির সুযোগেই ২ অভিযুক্ত প্রথমে বড় বোন ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে এবং কয়েক মাস পর ১৩ বছরের ছোট বোনটিও তাদের লালসার শিকার হয় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্তরা। ফলে দুই বোনই ঘটনার কথা কাউকে জানাতে পারেনি। তারপর যখন বিষয়টি প্রকাশ্যে এল তখন দুজনেই কয়েক মাসের গর্ভবতী।

সম্প্রতি বড় বোনের পেটে ব্যথা-সহ অন্যান্য শারীরিক সমস্যা হয়। অসুস্থতার কারণ বুঝতে না পেরে তার বাবা-মা মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখনই চিকিৎসক জানান, সে ৭ মাসের গর্ভবতী। যা শুনে দিনমজুর পরিবারটির মাথায় আকাশ ভেঙে পড়ে! তখন প্রকৃত ঘটনার কথা জানায় নির্যাতিতা। তার বোনও যে একই ঘটনার শিকার, সেকথাও জানায়। এরপর ছোট মেয়েকে পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, সে আড়াই মাসের গর্ভবতী। এখন তাদের কী হবে, তা ভেবে পাচ্ছে না দিনমজুর পরিবারটি। সুবিচারের আশায় দুই অভিযুক্তের বিরুদ্ধে এনইবি থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

আলোয়ারের এসপি আনন্দ শর্মা জানান, নির্যাতিতা দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষায় জানা গিয়েছে, তারা গর্ভবতী। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

Next Article