নিজের বাসভবনকেই কোভিড কেয়ার সেন্টারের রূপ দিলেন তেজস্বী

সুমন মহাপাত্র |

May 19, 2021 | 8:04 PM

তাঁর ১ নং পোলো রোডের বাড়ি দেখলে বোঝারই উপায় নেই, সেটি একটি সরকারি বাসভবন।

নিজের বাসভবনকেই কোভিড কেয়ার সেন্টারের রূপ দিলেন তেজস্বী
ছবি - এএনআই

Follow Us

পটনা: নিজের সরকারি বাসভবনকেই কোভিড কেয়ার সেন্টারে বদলে ফেললেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। শুধু তাই নয় সরকারের কাছে তাঁর আবেদন যেন সকল বিরোধী বিধায়কেরই সরকারি বাসভবন কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করা হয়। সম্পূর্ণ নিজের ব্যক্তিগত খরচায় এই কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে অক্সিজেন ও খাবারের ব্যবস্তা করেছেন লালুপুত্র।

তাঁর ১ নং পোলো রোডের বাড়ি দেখলে বোঝারই উপায় নেই, সেটি একটি সরকারি বাসভবন। সংবাদ সংস্থা এএনআইকে তেজস্বী বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন সব সরকারি বাসভবনকেই কোভিড কেয়ার সেন্টারে বদলে ফেলা হয়। কারণ একাধিক সরকারি হাসপাতালে করোনা রোগীরা বেড, অক্সিজেন পাচ্ছেন না।”

বিরোধী হিসেবে দায়িত্ব পালন করার জন্যই রাষ্ট্রীয় জনতা দল তাদের সব সরকারি বাসভবন করোনা সেন্টারের জন্য তুলে দিতে চায় বলেও জানান তেজস্বী যাদব। তেজস্বীর দাবি, এই সরকারি বাসভবনগুলিকে করোনা কেয়ার সেন্টারে তৈরি করতে চেয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি লিখেছেন তিনি। তবে, নীতীশ কুমারের কাছ থেকে কোনও প্রত্যুত্তর আসেনি বলেই দাবি তাঁর। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বিহারে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৮৬ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

আরও পড়ুন: রোজ ২৫ লক্ষ করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছে কেন্দ্র

Next Article