Tejashwi Yadav: বডি মুশকিল হ্যায়… শাহরুখের গান তেজস্বীর গলায়, সুর মেলালেন গায়ক অভিজিৎও, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 29, 2023 | 10:00 AM

Tejashwi Yadav: মঞ্চে শাহরুখের সিনেমা আনজামের গান বডি মুশকিলে হ্য়ায় গান গাইছেন তেজস্বী যাদব। সঙ্গে রয়েছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

Tejashwi Yadav: বডি মুশকিল হ্যায়... শাহরুখের গান তেজস্বীর গলায়, সুর মেলালেন গায়ক অভিজিৎও, দেখুন ভিডিয়ো
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

দেও, ঔরঙ্গাবাদ: দক্ষ রাজনীতিবিদ হিসেবে ভালই নাম করেছেন লালু পুত্র তেজস্বী যাদব। বর্তমানে বিহার সরকারের উপমুখ্যমন্ত্রীও তিনি। এবার অন্য ভূমিকায় দেখা গেল সেই তেজস্বীকেই। সা রে গা মা পা তে মন দিলেন তিনি। তাঁকে এবার মঞ্চ শেয়ার করতে দেখা গেল স্বনামধন্য গায়ক অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে। শনিবার ঔরঙ্গাবাদ জেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তেজস্বী। সেখানেই গায়ক অভিজিৎ এর সঙ্গে গলা মেলাতে দেখা গেল তাঁকে। সেই মুহূর্তের ভিডিয়ো টুইট করেছেন নিজেই।

ঔরঙ্গাবাদ জেলার দেওতে সূর্য মহোৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে অনুষ্ঠানের উদ্বোধনের জন্য উপস্থিত হন আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আর এই অনুষ্ঠানেই ছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। তেজস্বী টুইটারে ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, হিন্দি ছবির সুপ্রতিষ্ঠিত গায়ক অভিজিৎ ভট্টাচার্য তাঁর সুরে সুর মেলোনার জন্য জোর করেই দিলেন। প্রায় মিনিট দুই মতো তাঁদের গান গাইতে দেখা গিয়েছে। বেশ সাবলীল ভঙ্গিতেই ‘বডি মুশকিল হ্যায়’ গানে অভিজিৎ ভট্টাচার্যের সুরে সুর মেলাতে দেখা গেল আরজেডি নেতাকে। ১৯৯৪ সালের শাহরুখ অভিনীত ‘আনজাম’ সিনেমার এই গানে মঞ্চ মাতালেন তাঁরা। রাজনীতিবিদ তেজস্বী যে এত ভাল গান গাইতে পারেন বিহারের অনেকেই তা জানতে পারেন না।

তেজস্বী টুইটারে হিন্দিতে লিখেছেন, “ঔরঙ্গাবাদ জেলার দেওতে সূর্য মহোৎসব ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে, বিখ্যাত হিন্দি চলচ্চিত্র গায়ক অভিজিৎ ভট্টাচার্য আমাকে গান গাওয়ার জন্য রাজি করিয়েই ফেললেন।” এদিকে আরেকটি ভিডিয়োতে গায়ক অভিজিৎ ভট্টাচার্য বলেন, “আজ আমি আপনাদের সামনে এমন এক প্রতিভা (তেজস্বীর গান) তুলে ধরলাম যে বিষয়ে আপনারা আগে জানতেন না।”

Next Article