Blast: রিঅ্যাকটরে হঠাৎ আগুন, ভয়াবহ শব্দ, বেরচ্ছে একের পর এক লাশ
Blast: দমকলের তরফে জানানো হয়েছে, কারখানায় বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন বলে খবর।

হায়দরাবাদ: ভয়াবহ বিস্ফোরণে একের পর এক মৃত্যু। কেঁপে উঠল গোটা কারখানা। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আহত হয়েছেন কারখানার একাধিক কর্মী। সোমবার বিস্ফোরণের ঘটনা ঘটে তেলেঙ্গনার সিয়াগাছি রাসায়নিক কারখানায়। পাশামাইলারাম এলাকায় অবস্থিত ওই কারখানায় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সকালে।
দমকলের তরফে জানানো হয়েছে, কারখানায় বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন বলে খবর। মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে, তবে কারখানার তরফে এখনও কোনও সংখ্যা জানানো হয়নি।
উদ্ধারকাজ চলছে। পুলিশ সুপার সাংগারেড্ডি পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, একের পর এক দেহ বের করা হচ্ছে দগ্ধ ওই কারখানা থেকে। কী কারণে বিস্ফোরণ হল, তার তদন্ত শুরু হবে উদ্ধারকাজ শেষ হলেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রিঅ্যাকটর থেকেই হয়েছে এই বিস্ফোরণ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানা থেকে বাইরে বেরিয়ে যান কর্মীরা, তবে তীব্রতা এত বেশি ছিল যে ততক্ষণেই একাধিক কর্মীর মৃত্যু হয়।
