Terror Attack: কাশ্মীরে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ এক পুলিশকর্মী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 05, 2023 | 12:01 AM

উপত্যকায় হঠাৎ করে জঙ্গি গতিবিধি বৃদ্ধি পেয়েছে এবং জি-২০ বৈঠকে অশান্তি সৃষ্টি করতে জঙ্গিরা আগামী কয়েকদিনের মধ্যে বড়সড় হামলার ছক কষেছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

Terror Attack: কাশ্মীরে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ এক পুলিশকর্মী
কাশ্মীরে জঙ্গি হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন।

Follow Us

অনন্তনাগ: কাশ্মীরে জি-২০ (G-20) বৈঠক হতে চলেছে। এর মধ্যেই জঙ্গি হামলার (Terror Attack) ঘটনা ঘটল ভূস্বর্গ (Kashmir)। এবার কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরই এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় টহল দিচ্ছিল নিরাপত্তারক্ষীদের একটি দল। সেই সময়ই নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেন। তবে জঙ্গিদের আচমকা গুলিবর্ষণের ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন।

জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মী আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ আধিকারিক। তিনি জানান, জঙ্গিদের গুলিতে আহত পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। এই গোলাগুলির ঘটনার পরই জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে এবং গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়ে এ দিনই ভোরে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বারামুল্লার ক্রিরি এলাকার ওয়ানিগাম গ্রামে তল্লাশি অভিযান শুরু করতেই নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। জবাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পরে নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়, এনকাউন্টার অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাঁদের কাছ থেকে একে ৪৭ রাইফেল ও একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত দুই জঙ্গির পরিচয় এখনও জানা না গেলেও, তারা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর। গত ২৪ ঘণ্টায় এটা দ্বিতীয় এনকাউন্টার অভিযান ছিল। এর আগে বুধবার কুপওয়াড়ায় জঙ্গিদের অনুপ্রবেশ রোখে পুলিশ ও সেনা বাহিনী। সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।

উপত্যকায় হঠাৎ করে জঙ্গি গতিবিধি বৃদ্ধি পেয়েছে এবং জি-২০ বৈঠকে অশান্তি সৃষ্টি করতে জঙ্গিরা আগামী কয়েকদিনের মধ্যে বড়সড় হামলার ছক কষেছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

Next Article