শ্রীনগর : পুলওয়ামায় আবার সন্ত্রাসবাদী হামলা। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধেবেলা পুলওয়ামায় এই হামলা হয়েছে। এই হামলায় এক রেলওয়ে পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই সন্ত্রাসবাদী হামলায় জখম হয়েছেন আরও দু’জন।
#Terrorists fired upon RPF personnel at Kakapora, #Pulwama. In this #terror incident, 02 RPF personnel sustained bullet injuries & were evacuated to hospital, where 01 RPF personnel succumbed & attained #martyrdom. Area cordoned off. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) April 18, 2022
কাশ্মীরের পুলওয়ামার কাকাপোরায় সোমবার হামলা চালায় জঙ্গিরা। এদিন সন্ধেবেলায় এই ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে এক রেল আধিকারিকের। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলা হয়েছে। এদিন কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, “পুলওয়ামার কাকাপোরা এলাকায় আরপিএফ আধিকারিকের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। এই হামলায় দু’জন আরপিএফ আধিকারিক জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক আরপিএফ আধিকারিক মারা গিয়েছেন। এলাকা ঘিরে ফেলা হয়েছে।”
আরও পড়ুন : Congress Meet : পিকে-র পরামর্শ মেনেই তৈরি হবে ২৪-র খসড়া! গুরুত্বপূর্ণ বৈঠকে সনিয়া