ED Raid in mumbai: মুম্বইয়ে জোর তল্লাশি ইডির, বাজেয়াপ্ত ধীরুভাই আম্বানি নলেজ সিটির ১৩২ একর জমি
ED:কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, এ দিনের ইডি আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন অনুযায়ী (২০০২) এই পদক্ষেপ করেছে। ইডি জানিয়েছে, এই পদক্ষেপ দেশের অন্যতম বড় ব্যাঙ্ক প্রতারণা মামলার অংশ হিসাবেই নেওয়া হয়েছে। এর আগে ইডি, রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (RCOM), রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড-এর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ৩,০৮৩ কোটি টাকার ৪২টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।

কলকাতা: মুম্বইয়ে ইডির (ED) হানা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ টাস্ক ফোর্স বিভাগ নবি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি নলেজ সিটির ১৩২ একর জমি বাজেয়াপ্ত করেছে বলে খবর। আর এই ১৩২ একর জমির বাজারমূল্য প্রায় ৪,৪৬২.৮১ কোটি টাকা।
কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, এ দিনের ইডি আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন অনুযায়ী (২০০২) এই পদক্ষেপ করেছে। ইডি জানিয়েছে, এই পদক্ষেপ দেশের অন্যতম বড় ব্যাঙ্ক প্রতারণা মামলার অংশ হিসাবেই নেওয়া হয়েছে। এর আগে ইডি, রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (RCOM), রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড-এর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ৩,০৮৩ কোটি টাকার ৪২টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। জানা যাচ্ছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৫০০ কোটিরও বেশি।
এ দিকে গোটা বিষয়টি নিয়ে সমাজ-মাধ্যমে পোস্ট করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল-কংগ্রেস সহ প্রতিটি বিরোধী দলকে প্রায়শই বলতে শোনা যায় সিবিআই-ইডি-র মতো গোয়েন্দা সংস্থাগুলিকে পরিচালনা করে কেন্দ্রের বিজেপি সরকার। নিজের সুবিধার্থে তারা এই গোয়েন্দা সংস্থাগুলিকে কাজে লাগায় আর বিরোধী দলের নেতা মন্ত্রীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরে দেয়। বিশেষ করে কোনও নির্বাচনের আগে এই এজেন্সিগুলির সক্রিয়তা আরও বেড়ে যায়। এরপর দিলীপ ঘোষ নিজের পোস্টে জানিয়েছেন, বিরোধীরা সব সময় অভিযোগ করে বলে, বিজেপি নাকি আদানি-অম্বানীদের বিশেষ সুবিধা দিয়েছে। তা যে মিথ্যা সেটাই প্রমাণ করল ইডি। তাঁর দাবি অন্যায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই। এর কোনও বিকল্প নেই।
