IT Firm Gifts Cars: আইটি কোম্পনি যে এমন উপহার দেবে তা কল্পনাই করতে পারছেন না সংস্থার কর্মীরা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 12, 2022 | 6:53 PM

IT Company Chennai: আইডিয়াজ টু আইটি নামক ওই তথ্য প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরলি বিবেকানন্দন বলেন, সংস্থার কর্মীরা কোম্পানির উন্নতির জন্য অনেক কাজ করেছেন।

IT Firm Gifts Cars: আইটি কোম্পনি যে এমন উপহার দেবে তা কল্পনাই করতে পারছেন না সংস্থার কর্মীরা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

চেন্নাই: জীবনযাপন ও দৈনন্দিন জীবনের যাবতীয় চাহিদা মেটানোর জন্য চাকরিকেই অনেকে বেছে নেন। বর্তমান যুগে তথ্য ও প্রযুক্তি শিল্পে যেভাবে উন্নতি হচ্ছে, তাতে অনেকেই পেশা হিসেবে তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরিকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। পেশাগত কারণের পাশাপাশি সংস্থার হয়ে তারা প্রতিনিয়ত কাজ করেন। তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতদের অনেক সময়েই অতিরিক্ত কাজও করতে হয়, তবে সব সংস্থায় কর্মীদের বেতন দিয়েই দায় সেড়ে ফেলে, কর্মীদের কাজকে কোনও স্বীকৃতি দেয়। তবে কর্মীদের মন জয়ে চেন্নাইয়ের এক তথ্য প্রযুক্তি সংস্থা এমন কাজ করল, যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। এমনকী সংস্থার কর্মীরাও এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন।

আইডিয়াজ টু আইটি নামে চেন্নাইয়ের ওই তথ্য প্রযুক্তি সংস্থা কর্মীদের গাড়ি উপহার দিয়েছে। জানা গিয়েছে, সংস্থার ১০০ জন কর্মীকে মারুতি সুজুকির গাড়ি উপহার দেওয়া হয়েছে। সংস্থার মার্কেটিং হেড হরি সুব্রহ্মণ্যন জানিয়েছেন “আমরা আমাদের সংস্থার ১০০ জন কর্মীকে ১০০ টি গাড়ি উপহার দিয়েছি। যে সব কর্মীরা এই সংস্থায় ১০ বছরের বেশি সময় কাজ করেছেন, তাদের এই উপহার দেওয়ার হয়েছে। আমাদের সংস্থায় মোট ৫০০ জন কর্মী রয়েছে। আমরা নীতি গতভাবে সংস্থার লাভের একটি অংশ কর্মীদের দেওয়ার পক্ষপাতী।”

আইডিয়াজ টু আইটি নামক ওই তথ্য প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরলি বিবেকানন্দন বলেন, সংস্থার কর্মীরা কোম্পানির উন্নতির জন্য অনেক কাজ করেছেন। কোম্পানি তাদের গাড়ি দিচ্ছে না, তারা কাজের মাধ্যমে গাড়ি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। “৭ থেকে ৮ বছর আগে আমরা সংস্থা কর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেদিন সংস্থা নির্দিষ্ট লক্ষ্যে পোঁছবে, সেদিন সংস্থার কর্মীদের লাভের একটা অংশ দেওয়া হবে। কর্মীদের গাড়ি দিয়েই সংস্থা সেই প্রতিশ্রুতি পূরণ করেছে।” প্রসাদ নামে সংস্থার এক কর্মী জানিয়েছেন, “কর্মস্থল থেকে উপহার পাওয়ার গুরুত্বই আলাদা। প্রত্যেক উৎসবে কোম্পানি কর্মীদের সোনার কয়েন, আইফোন উপহার দিয়েছে। তবে উপহার হিসেবে সংস্থা গাড়ি দিতে পারে, এটা কল্পনাই করা যাচ্ছে না”

আরও পড়ুন UP Legislative Council: উত্তর প্রদেশে অবাক কাণ্ড, বারাণসীতেই হেরে গেল বিজেপি!

Next Article