AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: পালানোর কোনও পথই পাবে না, আগেই চিনে শত্রুকে খতম করবে AI, ভারতীয় সেনার হাতে এবার নতুন অস্ত্র

Indian Army: অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রমশালী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ঘোমটার আড়ালে থাকা জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দিয়েছে। রাগ মাথায় চড়লে ভারতকে আক্রমণ করতে এসেও ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে আকাশেই খড়কুটোর মতো উড়ে গিয়েছে পাক মিসাইল-ড্রোন। এবার আরও বাড়ছে ক্ষমতা।

Indian Army: পালানোর কোনও পথই পাবে না, আগেই চিনে শত্রুকে খতম করবে AI, ভারতীয় সেনার হাতে এবার নতুন অস্ত্র
প্রতীকী ছবি Image Credit: TV9 Bharatbarsh
| Edited By: | Updated on: Jun 13, 2025 | 12:05 AM
Share

কলকাতা: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে গিয়ে ভারতের রুদ্ররূপ দেখেছে গোটা বিশ্ব। ভারতীয় সেনার ক্ষমতা দেখে চমক লেগেছে গোটা বিশ্বের। ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখে হাঁটু কেঁপেছে পাকিস্তানের। সমঝে চলছে চিন-বাংলাদেশও। এমতাবস্থায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার মুকুটে আরও এক নতুন পালক। ভারত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শীঘ্রই এটি সেনাবাহিনীতে চলে আসবে বলে খবর। 

অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রমশালী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ঘোমটার আড়ালে থাকা জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দিয়েছে। রাগ মাথায় চড়লে ভারতকে আক্রমণ করতে এসেও ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে আকাশেই খড়কুটোর মতো উড়ে গিয়েছে পাক মিসাইল-ড্রোন। সোজা কথা, একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে বুদ্ধিতে, ক্ষমতায় ফের নতুন করে নিজের শক্তি গোটা বিশ্বকেই দেখিয়েছে ভারত। যা অবশ্যই ভারতের আত্মনির্ভরতার ক্ষেত্রে একটা বড় মাইলফলক। এরইমধ্যে এবার ভারতীয় সেনার সঙ্গে জুড়ছে এআই প্রযুক্তি। যা কার্যত আগামীতে সেনার আঙিনায় নতুন বিপ্লব আনতে চলেছে বলেই মত সমর বিশেষজ্ঞদের। 

বর্তমানে ভারত আর কেবল অস্ত্রের ক্রেতা নয়, বরং উন্নত প্রযুক্তির অস্ত্রের প্রস্তুতকারক এবং রপ্তানিকারকও হয়ে উঠছে। অনেক দেশই এখন ভারতের থেকে অস্ত্র কেনার জন্য লাইন দিচ্ছে। সূত্রের খবর, এই নতুন AI মদতপুষ্ট সিস্টেম কেবল সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করবে না, বরং সীমান্তে মোতায়েন সৈন্যদের জীবনের নিরাপত্তাও দেবে। তাঁদের কাজকে আরও সুগম করে দেবে। বিএসএস অ্যাডভান্সড টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের হাতে দেশীয়ভাবে তৈরি এই এআই-নির্ভর স্বয়ংক্রিয় অস্ত্রের সফল পরীক্ষা হয়ে গেল ১৪,০০০ ফুট উচ্চতায়। এই আধুনিক প্ল্যাটফর্মের নাম হল AiD-AWSSA | LW। এটি হালকা এবং ছোট অস্ত্রের জন্য ডিজাইন করা হয়েছে।